কুমিল্লা মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম।
রোববার (১৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যান বর্তমানে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্মরত রয়েছেন। চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার হোসেনপুর গ্রামে। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছি। তবে কবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেব এখন পর্যন্ত সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি মন্ত্রণালয়।
মন্তব্য করুন