ফেনীর পরশুরাম সীমান্ত থেকে সুদানের নাগরিক এসলাম নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার পূর্ব নিজকালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে নিজকালিকাপুর বিওপির টহল দল পরশুরাম উপজেলার পূর্ব নিজকালিকাপুর এলাকা থেকে এসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ১০০ ইউএস ডলার, ৩০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। পরে তাকে ফেনীর পরশুরাম থানায় হস্তান্তর করে বিজিবি।
ফেনী বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সদা সতর্ক অবস্থায় আছে। এর আগেও একই এলাকা থেকে ইথিওপিয়ান নাগরিক ও নাইজেরিয়ান নাগরিককে বিজিবি আটক করতে সক্ষম হয়। স্থানীয় মানবপাচার চক্র এ কাজে নিয়োজিত আছে। পরে তাকে ফেনীর পরশুরাম থানায় হস্তান্তর করা হয়।
পরশুরাম থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, নিজ কালিকাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় বিজিবির সদস্যরা সুদানি নারীকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন