বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ধরে রাখতে হবে।
রোববার (১৯ জানুয়ারি) গোপালগঞ্জের কাশিয়ানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নিম গাছের চারা রোপণ শেষে নেতাকর্মীদের এ কথা বলেন তিনি।
শামা ওবায়েদ আরও বলেন, সারা দেশের আওয়ামী ও তাদের বিদেশি দোসররা ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ সমর্থন করেছি। কারণ তারা যাতে প্রয়োজনীয় সংস্কার করে একটি সুন্দর ও স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশের নতুন প্রজন্মকে উপহার দিতে পারে।
প্রধান বক্তা হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, বর্তমান সরকারকে আহ্বান জানাব, দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। যে নির্বাচনে মধ্য দিয়ে এ দেশের মানুষ তাদের ভোটগ্রহণের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করতে পারে।
পরে শামা ওবায়েদ ইসলাম রিংকুসহ অতিথিরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দেন।
উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সরদার মো. নুরুজ্জামান।
মন্তব্য করুন