কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি তাইজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) বিকেলে রাজারহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তাইজুল ইসলাম বিদ্যানন্দ ইউনিয়নের মন্দির মৌজা এলাকার মৃত ইসলাম সরকারের ছেলে। তিনি একই ইউনিয়নের চেয়ারম্যান।
জানা যায়, তাইজুল ইসলাম আওয়ামী লীগ সরকারের আমলে দলের প্রভাব বিস্তার করে বিভিন্ন সিন্ডিকেট গড়ে তুলে এলাকার লোকদের জিম্মি করে বিভিন্ন অনিয়ম করছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাইজুল ইসলাম বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে চেয়ারম্যানের দায়িত্ব পালনের চেষ্টা করেন। এ ছাড়া তার বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান নির্বাচনে ভোট জালিয়াতির মামলা রয়েছে।
রাজারহাট থানার ওসি আশরাফুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে বিকেলে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন