চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আলোচিত ফটোসেশনের বাছুর পেলেন ১০ নারী

বাঁ থেকে- সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মানবসেবা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এমএস আলম বাবলু ও ভাইরাল হওয়া পুরোনো ছবি। ছবি : কালবেলা
বাঁ থেকে- সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মানবসেবা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এমএস আলম বাবলু ও ভাইরাল হওয়া পুরোনো ছবি। ছবি : কালবেলা

বিভিন্ন গণমাধ্যমে পাবনার চাটমোহরে অবস্থিত বেসরকারি সংস্থা মানবসেবা উন্নয়ন সংস্থার বাছুর প্রদান সংক্রান্ত ফটোসেশনের সংবাদ প্রকাশের পর অবশেষে গাভির বাছুর বুঝে পেয়েছেন হতদরিদ্র ১০ নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ভাইরাল হওয়ার পর এনজিওটির পক্ষ থেকে সুফলভোগীদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে বাছুর।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে চাটমোহরের রেলবাজার এলাকায় অবস্থিত সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মানবসেবা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এমএস আলম বাবলু বিভিন্ন গণমাধ্যমে বাছুর নিয়ে ফটোসেশন শীর্ষক প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ১৯৯৮ সালে নিবন্ধিত হওয়ার পর থেকে তার সংস্থাটি পাবনা জেলায় থ্যালাসেমিয়া রোগীদের নিয়ে কাজ করে আসছে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবেও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় ইতোমধ্যে বিভিন্ন প্রকল্পের ১৪টি কাজ সম্পন্ন করেছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে সম্প্রতি বিশেষ অনুদানে চাটমোহর উপজেলার একটি গ্রামের দশ নারীকে স্বাবলম্বী করতে ৫ লাখ টাকা বরাদ্দ পায় সংস্থাটি। এ বরাদ্দের প্রথম কিস্তির ৩ লাখ টাকাও পাওয়া যায়। এ অবস্থায় মানবসেবা উন্নয়ন সংস্থার মাধ্যমে দশ নারীকে ১০টি বাছুর কিনে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়। সে মোতাবেক প্রশিক্ষণ শেষে গত ৩০ ডিসেম্বর বেজপাড়া গ্রামের দশ নারীকে ১০টি বাছুর দেওয়া হয়। তবে ওইদিন অতিরিক্ত কয়েকজন নারী এসেছিল। তাদের বলা হয়েছিল, তাদের পরে দেওয়া হবে।

এমএস আলম বাবলুর অভিযোগ, বাছুর প্রদান করার পর থেকে একটি সুবিধাবাদী গোষ্ঠী আমার এনজিওর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। প্রকাশিত সংবাদ মিথ্যা ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, বাছুর বিতরণে কোনো অনিয়ম বা দুর্নীতি করা হয়নি। সাংবাদিকদের ভুল বুঝিয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর প্রশিক্ষণ শেষে ওইদিন সন্ধ্যায় তাদের বাড়িতে গাভির বাছুর পৌঁছে দেওয়া হয়েছে। শরৎনগর হাট থেকে বাছুরগুলো কিনেছেন বলেও জানান তিনি। বাছুর কেনার রসিদ ও সুফলভোগী দশ নারীর তালিকাও দেখান তিনি। এ সময় সেখানে উপস্থিত সুফলভোগী কয়ক নারী বাছুর পাওয়ার কথা স্বীকার করেন।

তবে, সুফলভোগী দশ নারীর তালিকা ধরে রোববার (১৯ জানুয়ারি) বিকেলে সরেজমিনে বেজপাড়া গ্রামে অনুসন্ধানে গিয়ে জানা গেছে, বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি ভাইরাল হওয়ার পর গত শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে তালিকাভুক্ত নারীদের বাড়িতে বাছুর পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে দেওয়া হয়নি।

বেজপাড়া গ্রামের সুফলভোগী দশজনের মধ্যে সুলতানা পারভীন, রাশিদা খাতুন, জীবন নাহার বলেন, আমাদের ৩০ ডিসেম্বর বাছুর দেওয়া হয়েছে। কোহিনুর খাতুন নামের একজন জানান, প্রশিক্ষণ দিছে ৩০ ডিসেম্বর আর গরু পাইছি গত পরশুদিন (১৭ জানুয়ারি) রাতে। প্রতিবেশী ভ্যানচালক মোফাজ্জল হোসেন কাজলও নিশ্চিত করেন গত ১৭ জানুয়ারি রাতে একটি গাড়িতে করে বাছুরগুলো সবার বাড়িতে পৌঁছে দিয়েছে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ১০ নারীর হাতে বাছুরের দড়ি ধরিয়ে ফটোসেশন করে ডিম খিচুড়ি খাইয়ে বিদায় করা হয়। পরে তাদের বাছুর দেওয়া হবে বলে আর বাছুর দেওয়া হয়নি এমন অভিযোগ ওঠে সংস্থাটির নির্বাহী পরিচালকের বিরুদ্ধে। দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

ঈদে দেশে ফেরা নিয়ে বিপাকে কুয়েত প্রবাসীরা

শুক্রবার হাতিরঝিলে শুরু হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’

আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে : রিজভী

এবার পাকিস্তানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ ভারতের

কুয়েটের ঘটনায় ভিসির স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ পেয়েছে : শিবির সভাপতি

অপহরণের ৮ দিন পর মুক্তি পেলেন চবির ৫ শিক্ষার্থী

আইসিটি খাতের দুর্নীতি তদন্ত এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন

সিআরপি এবং মেন্টরস’ এডুকেশনের সমঝোতা স্মারক সই

প্রতারণা ও চাঁদাবাজি / মডেল মেঘনার জামিন মেলেনি 

১০

চলতি বছর দেশে আরও ৩০ লাখ মানুষ ‘অতি গরিব’ হওয়ার শঙ্কা

১১

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নেওয়ার আহ্বান বাণিজ্য উপদেষ্টার

১২

সীমান্তে ভারতীয় মা-ছেলেসহ ২১ বাংলাদেশি আটক

১৩

‘ওয়ার্ল্ড ল্যাবরেটরি ডে’ উপলক্ষে প্রাভা হেলথের শুভেচ্ছা

১৪

চাঁদাবাজদের ধরতে গিয়ে উল্টো গুলি করে নিরাপদে পিছু হটল পুলিশ

১৫

জিয়াউল আহসানের ১০০ বিঘা জমি জব্দ

১৬

কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে বিস্ফোরক তথ্য

১৭

কমিউনিটি ক্লিনিক নিয়ে নড়েচড়ে বসছে সরকার

১৮

‘৩১ দফা বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ আর আসতে পারবে না’

১৯

হৃদয় ভাঙার জন্য মাহির দুঃখ প্রকাশ

২০
X