গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যার পর সদর উপজেলার সিঙ্গারকুল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত ১১ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ৮ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বাকিরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
গোপালগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানিয়েছেন, ওই গ্রামের মুসলিম শেখের সঙ্গে বাবলু মোল্লার দীর্ঘদিন ধরে জমিজমা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন