জয় বাংলা স্লোগান দেওয়ায় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের কর্মচারী ও কর্মচারী লীগ (সিবিএ) নেতাকে শোকজ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও দুই নেতাকে বদলি করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) মহাব্যবস্থাপক (প্রশাসন) ফরিদুল হুদা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
শোকজ করা সিবিএ নেতা হলেন আব্দুস সোবহান। তিনি সংগঠনের সাধারণ সম্পাদক। আর বদলি হওয়া দুজন হলেন সিবিএর প্রচার সম্পাদক জুনিয়র কম্পিউটার অপারেটর নাজমুল ইসলাম ও জুনিয়র কম্পিউটার মঞ্জুর আহমদ।
জানা গেছে, বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) বেলা ১১টায় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে বিভিন্ন দপ্তরের ১১জন কর্মকর্তা কর্মচারীর অবসর জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) পান্না লাল ধরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম। অনুষ্ঠানে কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কর্মচারী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান। এ সময় তিনি তার বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান দেন।
এর প্রেক্ষিতে ব্যবস্থাপনা পরিচালক বরাবর অভিযোগ জানায় বিএনপি সমর্থিত কর্মচারী ইউনিয়নের নেতারা। এর একদিন পর শুক্রবার (১৭ জানুয়ারি) মহাব্যবস্থাপক (প্রশাসন) ফরিদুল হুদা স্বাক্ষরিত চিটিতে সোবহান কে শোকজ নোটি করা হয়। এবং দুইদিনের মধ্যে তার লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।
শনিবার অপর এক আদেশ নাজমুল ইসলামকে রশিদপুর গ্যাস ফিল্ডে ও জুনিয়র কম্পিউটার মঞ্জুর আহমদকে বিয়ানীবাজার ফিল্ডে বদলি করা হয়েছে।
মন্তব্য করুন