ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল আলমকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় জেলা যুবদল সভাপতি রাজীব হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।
যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে নুরুল আলমের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, জেলা যুবদলের পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার সভায় তথ্য গোপন করে উপস্থিত হওয়া, দলীয় নির্দেশনা অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলমকে সংগঠনের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে তার সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, নুরুল আলমের কোনো কর্মকাণ্ডের দায় নেবে না যুবদল।
ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন বলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত একটি চিঠি পেয়েছি। জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলমকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।
মন্তব্য করুন