ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কোনো সরকারের আমলেই হিন্দুরা ভালো ছিল না : পূজা পরিষদ

ময়মনসিংহে পূজা উদযাপন পরিষদের বিভাগীয় প্রতিনিধি সভায় অতিথিরা। ছবি : কালবেলা
ময়মনসিংহে পূজা উদযাপন পরিষদের বিভাগীয় প্রতিনিধি সভায় অতিথিরা। ছবি : কালবেলা

বাংলাদেশে কোনো সরকারের আমলেই হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো ছিল না বলে দাবি করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা। তারা বলেছেন, বিগত ১৫ বছর আমাদের কোনো দাবিদাওয়া পূরণ হয়নি। আওয়ামী লীগ বলেছিল, তারা আমাদের পাঁচ দফা মেনে নেবে। কিন্তু তারা তা মেনে নেয়নি। কিন্তু আমরা এমন একটি সম্প্রদায়, যারা উচ্ছৃঙ্খলায় বিশ্বাস করি না।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে ময়মনসিংহ নগরীর একটি সম্মেলনকেন্দ্রে পূজা পরিষদের বিভাগীয় প্রতিনিধি সভায় তারা এসব কথা বলেন।

এর আগে সকাল ১০টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় অংশ নেন ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলা এবং উপজেলা ও পৌর এলাকার ২৫৬ জন প্রতিনিধি।

পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, সহসভাপতি অশোক মাধব রায় ও গোপাল চন্দ্র দেবনাথের সামনে তারা নিজেদের নানা হয়রানি ও দুর্দশার কথা তুলে ধরেন। সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে কথা বলে এসব বিষয় সুরাহারও দাবি জানান প্রতিনিধিরা।

ময়মনসিংহ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রাখাল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশীষ বিশ্বাস সাধনের সঞ্চালনায় প্রতিনিধি সভায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার সভাপতি রতন সরকার বলেন, ৫ আগস্টের পর অনেকে আক্রমণের শিকার হয়েছে। থানায় কোনো মামলা নেওয়া হয়নি। জিডি পর্যন্ত নেওয়া হয়নি।

এ প্রসঙ্গে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতারা বলেন, প্রত্যেকে যে যেখানে আছেন মামলা রেকর্ড করার চেষ্টা করেন। প্রথমে থানায় যান, মামলা না নিলে আদালতে যান, আমাদের জানান। হামলায় ক্ষয়ক্ষতির ঘটনায় সব ক্ষতিপূরণ আদায় করা না গেলেও এসবের প্রতিকার হবে। হিন্দু সম্প্রদায়ের যেসব নিরপরাধ ব্যক্তি বিভিন্ন জটিলতায় জড়িয়ে পড়েছেন, তাদের তালিকা পেয়েছেন জানিয়ে নেতারা আরও বলেন, তারা যেন হয়রানি থেকে মুক্তি পান, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, যে আকাঙ্ক্ষা ও স্বপ্ন বাস্তবায়নের জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, তা পূরণ না হওয়ায় আগস্টে গণঅভ্যুত্থান হয়েছে। আমরা কল্পনাও করতে পারিনি এই গণঅভ্যুত্থানে হিন্দু সম্প্রদায়কে এত বেশি মূল্য দিতে হবে। এ অভ্যুত্থানে তো আমরাও অংশ নিয়েছিলাম। বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে তো অনেক হিন্দু ছাত্রও ছিল। যারা পরবর্তীকালে যখন দেখল স্বপ্ন ভঙ্গ হচ্ছে, তারাই কিন্তু শাহবাগে চরম সত্যগুলো তুলে ধরেছে।

হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশে তিনি আরও বলেন, এ মাটি আমাদের, এ মাটি আমরা ছাড়ব না। আজকে আপনাদের এটুকু আশ্বস্ত করতে চাই, এই অন্ধকার থাকবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

আজ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী

জয় বাংলা স্লোগান দেওয়ায় সিবিএ নেতাকে শোকজ, দুজনকে বদলি

'নিহত' বিএনপি নেতার অসুস্থ স্ত্রীকে চিকিৎসা সহায়তা তারেক রহমানের

খুলনায় স্বেচ্ছা‌সেবক দলের নেতা গু‌লি‌বিদ্ধ

সীমান্তে উত্তেজনার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ মিছিল

জিয়ার জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল

শহীদ প্রেসিডেন্ট জিয়ার জন্মবার্ষিকীতে ঢাবি সাদা দলের শুভেচ্ছা

স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় প্রাণ গেলো স্ত্রীর

আজ থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর

১০

বৈষম্য বিলোপে অন্তর্বর্তী সরকারের মনোযোগ দেখা যাচ্ছে না : সাইফুল

১১

যুবদল নেতার উপর স্বেচ্ছাসেবক দলের নেতার হামলা

১২

‘মানুষ ভাবছে আমাদের বিপ্লব বেহাত হয়ে গেল’

১৩

ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে নাটোর উৎসব সম্পন্ন

১৪

প্রথম দিনে যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

১৫

চট্টগ্রামসহ সারা দেশের পাহাড় ও টিলা কাটা বন্ধ করা হবে : পরিবেশ উপদেষ্টা

১৬

ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না : শামা ওবায়েদ

১৭

ভারতের সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দিয়েছেন কি?

১৮

ফরিদপুর যুবদল নেতা নুরুল আলম বহিষ্কার

১৯

সাংস্কৃতিকভাবে বাংলাদেশকে দুভাগ করা যাবে না : সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা

২০
X