সিলেটে বিপুল ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শনিবার (১৮ জানুয়ারি) ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার খাটিহাতা এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৪৭৫ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল।
গ্রেপ্তাররা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মোহাম্মদপুর চৈলাখেল এলাকার মৃত আ. রশিদের ছেলে মো. শফিকুল ইসলাম (৪১) ও তার স্ত্রী সাবরিনা কায়সার লস্কর পাপিয়া (৩২)।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল কালবেলাকে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে ৯ হাজার ৪৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছি। তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন