কুমিল্লার চৌদ্দগ্রামে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাফেজ ইখতিয়ার উদ্দিন নামে এক মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছেন। শনিবার (১৮ জানুয়ারি) সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হাফেজ ইখতিয়ার উদ্দিন উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মাস্টার কামাল উদ্দিনের ছেলে। তিনি চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী ও ইসলামী ছাত্রশিবির চৌদ্দগ্রাম পৌরসভা শাখার সাথী ছিলেন।
নিহতের বড় ভাই বোরহান মজুমদার বলেন, আমার ভাই তিন-চার দিন ধরে ডেঙ্গুজ্বরে ভুগছিল। আজ সকালে তিনি আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে গেলেন। বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ইখতিয়ার উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মহিউদ্দিন রনি। তিনি বলেন, ইখতিয়ার চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার ছাত্রশিবিরের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
মন্তব্য করুন