নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আজমল হোসেন ওরফে ইরাজকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে দ্বীপ উপজেলার ওছখালী এলাকার সরকারি দ্বীপ কলেজের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাতিয়া থানার ওসি আজমল হুদা বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আজমল হোসেন ওরফে ইরাজ (৪৫) উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজাহারের ছেলে। তিনি একই উপজেলার সোনাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
হাতিয়া থানার ওসি আজমল হুদা বলেন, গ্রেপ্তার ইরাজের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ ১৮টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন