নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জামালপুর জেলা শাখার এক নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গ্রেপ্তার মেহেদী হাসান হিমেল জামালপুর জেলা শাখার উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে শহরের পাঁচরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক।
তিনি কালবেলাকে বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেলকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে এর বাইরে এই মুহূর্তে আর কিছু বলা যাচ্ছে না। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
মন্তব্য করুন