কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘রাজনৈতিক প্রতিহিংসায় বিগত ১৬ বছর বগুড়া বিমানবন্দর চালু করা হয়নি’

‘হ্যাঁলের পুষণা’ অনুষ্ঠান। ছবি : কালবেলা
‘হ্যাঁলের পুষণা’ অনুষ্ঠান। ছবি : কালবেলা

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত ১৬ বছর বগুড়া বিমানবন্দর চালু করা হয়নি। এই বিমানবন্দর চালুর দাবি জানিয়েছেন ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে হ্যাঁলের পুষণার আয়োজন করে বগুড়া জার্নালিস্ট ফোরাম ঢাকার সাংবাদিকরা এ কথা বলেন। অনুষ্ঠানে ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিরা যোগ দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী শাসন আমলে বগুড়া জেলার উন্নয়ন নানাভাবে পিছিয়ে গেছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়ামে খেলা বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের রাজধানী নামে পরিচিত হলেও বগুড়ার বিমানবন্দরটি চালু করা হয়নি শুধু রাজনৈতিক প্রতিহিংসার জন্য। গেল ১৬ বছরে ভালো মানের কোনো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ও নির্মাণ করা হয়নি। রাস্তাঘাটের উন্নয়নের কাজও চলছে ধীরগতিতে।

অনুষ্ঠানে বগুড়া জার্নালিস্ট ফোরামের সভাপতি এহসান পারভেজ তুহিন বলেন, ১৬ বছরে পিছিয়ে পড়া বগুড়া জেলার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বিজেএফের সাধারণ সম্পাদক হাবিব রহমান বলেন, সামনের সময়ে বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা বগুড়ার সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করবে। চিকিৎসা বিমা করার পরিকল্পনা চলছে। এ ছাড়া উত্তরবঙ্গের রাজধানী বগুড়াসহ উত্তরবঙ্গের উন্নয়নে সংগঠনটি কাজ করবে।

এ সময় উপদেষ্টা উত্তম চক্রবর্তী বলেন, বগুড়ার অনেক সাংবাদিক দক্ষতার সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন। প্রশাসনসহ বিভিন্ন বেসরকারি শিল্প প্রতিষ্ঠান একসঙ্গে বগুড়ার উন্নয়নের কাজ করতে হবে বলে জানান তিনি। তিনি নিজেদের ঐক্যবদ্ধ হয় কাজ করার আহ্বান জানান।

বিজেএফ ঢাকার সহসভাপতি সুমন প্রমাণিক বলেন, সময়ের পরিবর্তনে বগুড়া জার্নালিস্ট ফোরাম ঢাকা অনেক দূর এগিয়ে গেছে। লেখনীর মাধ্যমে আমাদের বগুড়াকে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

ইনকিলাবের সিনিয়র সাংবাদিক সানাউল্লাহ মজুমদার বলেন, সবাইকে নিজ নিজ জায়গা থেকে চিন্তা করা উচিত কীভাবে নিজ জেলাকে ব্র্যান্ডিং করা যায়। অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া যায়। কিন্তু আমাদের অনেকেই আছেন নিজেকে গুটিয়ে রাখে। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন পর একটি সুসংবাদ পেলাম যে, বগুড়া বিমানবন্দর চালু হতে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল বগুড়া থেকে আসা শিল্পগোষ্ঠী বগুড়া থিয়েটারের দল ‘অন্যরকম’-এর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, বগুড়ার আঞ্চলিক গান ও লোক, বাউল ও লালন সংগীত।

‘হ্যাঁলের পুষণা’ অনুষ্ঠানের আহ্বায়ক ফজলুল হক শাওন বলেন, বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে নিজ জেলার উন্নয়নের জন্য।

বিজেএফ, ঢাকার সাংগঠনিক সম্পাদক ফয়সাল তিতুমীর বলেন, সংগঠনের কার্যক্রম আরও কীভাবে বিস্তৃত করা যায় সে বিষয়েও আমাদের নজর দিতে হবে। আমাদের সমস্যা ধরে ধরে কাজ করে যেতে হবে। এ ছাড়া সবাই মিলে বিমানবন্দর, স্টেডিয়ামে খেলা না হওয়া নিয়ে কাজ করে যেতে হবে। এটি বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত হয়েছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উত্তরবঙ্গের কৃষি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বন্ধ হয়ে যাওয়া প্রকল্পগুলো চালু করার ক্ষেত্রে বগুড়া সাংবাদিকদের লেখনী আরও বাড়াতে হবে বলে জানান বক্তারা।

তারা বলেন, সাংবাদিকদের লেখনী হতে পারে বগুড়ার উন্নয়নের এখন চালিকাশক্তি। এ ছাড়া বগুড়ার দই, আলুঘাটি, কটকটি এবং ঐতিহ্য কীভাবে দেশের মানুষের কাছে জনপ্রিয় করা যায় সে বিষয়ে সাংবাদিকদের আরও কাজ করার পরামর্শ দেন বিশিষ্টজনরা।

শুক্রবার রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে ‘হ্যাঁলের পুষণা’ উৎসবের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এহসান পারভেজ তুহিন।

এ ছাড়া অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক মীর লিয়াকত আলী, গোল্ডেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম, ইউএনডিপির সিনিয়র অ্যাডভাইজার মঞ্জুরুল ইসলাম, বগুড়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. আহসান হাবীব রুবেল, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার নজরুল ইসলাম সুলতান প্রমুখ বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

গাজায় যুদ্ধবিরতি তো হলো, কার্যকর কবে

পঞ্চগড়ে ঠান্ডা বাতাসে জেঁকে বসেছে শীত, বিপাকে মানুষ

জেনে নিন আজকের নামাজের সময়সূচি

পাংশায় যুবদল কর্মী গুলিবিদ্ধ

গরু চুরির আতঙ্কে ঘুম নেই কৃষকদের

জাবিতে ঘুরতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

শহীদ জিয়ার অবদান জাতি আজীবন স্মরণ করবে : লায়ন ফারুক 

বগুড়ায় হাতকড়াসহ পলাতক আসামি গ্রেপ্তার

১০

কেশবপুরে ৩১ দফার প্রচারণা / জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান বিএনপি নেতা অপুর

১১

‘লাল সন্ত্রাস’ চান ঢাবি ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লার

১২

স্বামীকে বাঁচাতে ৭০ ভরি স্বর্ণালঙ্কার বিক্রি করেছেন তনি

১৩

মায়ের সুস্থতার জন্য দোয়া চাইলেন তারেক রহমান

১৪

হাছান মাহমুদকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ আইনজীবীর

১৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেলের প্রধানের দায়িত্বে তারিকুল

১৬

জাবিতে ছাত্রদলের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া 

১৭

হাসপাতালের গেটে রিকশাচালকের মৃত্যু, চিকিৎসকসহ গ্রেপ্তার ৫

১৮

জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাতেই বসছে মেডিকেল বোর্ড

২০
X