শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩২
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

বাধার মুখে উদীচীর সম্মেলন পণ্ড

মেহেরপুরে উদীচীর সম্মেলনে বাধা। ছবি : কালবেলা
মেহেরপুরে উদীচীর সম্মেলনে বাধা। ছবি : কালবেলা

মেহেরপুর উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদের অষ্টম দ্বিবার্ষিক সম্মেলন পণ্ড হয়েছে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এবং বিএনপির কয়েকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাধার মুখে সম্মেলন অনুষ্ঠানটি পণ্ড হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী উদীচীর মেহেরপুর জেলা শাখার সদস্যরা জেলা শিল্পকলা একাডেমিতে উপস্থিত হন।

অপরদিকে সকাল থেকেই জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজমল হোসেন মিন্টু ও যুবদল নেতা মশিউল আলম দিপুর নেতৃত্বে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ১৪/১৫ নেতাকর্মী সম্মেলনস্থলে উপস্থিত হন। তারা যে কোনো মূল্যে উদীচীর সম্মেলন প্রতিহত করার ঘোষণা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সময় মেহেরপুর সদর থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে যায়।

যুবদল নেতা মশিউল আলম দিপু কালবেলাকে বলেন, উদীচী সংগঠনটি এর আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকদের দ্বারা পরিচালিত হয়েছে। এজন্য শিল্পকলা একাডেমিতে উদীচীর অনুষ্ঠানটি আমরা প্রতিহত করেছি। ভবিষ্যতেও মেহেরপুর জেলার কোথাও উদীচী কোনো অনুষ্ঠান করতে গেলে সেটাও আমরা যে কোনো মূল্যে প্রতিহত করব।

জাসাস মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব বাঁকা বিল্লাহ কালবেলাকে বলেন, বিগত দিনে আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন দল ও সংগঠনের ওপর ভর করে চলেছে। উদীচী এমনই একটি সংগঠন। সব সময় আওয়ামী পৃষ্ঠপোষকতায় চলার পর এখন যদি তারা বলে আমাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই, সেটা আমরা মেনে নেব না।

উদীচী শিল্পী গোষ্ঠীর মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মিজানুর রহমান কালবেলাকে বলেন, এখানে যারা নেতা সেজে অনুষ্ঠান বন্ধ করছেন, ৫ আগস্টের আগে তাদের চেহারাও দেখা যেত না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই উদীচী তাদের পাশে থেকেছে। গণঅভ্যুত্থানে উদীচী সদস্যদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না। মূল ঘটনা হলো- বিএনপির একটি পক্ষের শীর্ষস্থানীয় এক নেতার ইন্ধনেই আমাদের অনুষ্ঠান পণ্ড করার অপচেষ্টা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, কিছুদিন পূর্বে জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ মেহেরপুর জেলা প্রশাসকের কাছে শিল্পকলা একাডেমির হলরুম বরাদ্দ চেয়েছিলেন। কিন্তু রাজনৈতিক পদ থাকায় সেসময় তিনি অনুমতি পাননি। সেই ক্ষোভ তিনি আমাদের অনুষ্ঠান বন্ধ করার মাধ্যমে মিটিয়েছেন।

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন কালবেলাকে বলেন, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের ঘটনা জানতে পেরে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। উভয়পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা ছিল। এজন্য পুলিশ সুপার ও জেলা প্রশাসকের পরামর্শে উদীচীর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীকে বাঁচাতে ৭০ ভরি স্বর্ণালঙ্কার বিক্রি করেছেন তনি

মায়ের সুস্থতার জন্য দোয়া চাইলেন তারেক রহমান

হাছান মাহমুদকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ আইনজীবীর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেলের প্রধানের দায়িত্বে তারিকুল

জাবিতে ছাত্রদলের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া 

হাসপাতালের গেটে রিকশাচালকের মৃত্যু, চিকিৎসকসহ গ্রেপ্তার ৫

জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাতেই বসছে মেডিকেল বোর্ড

ইউআইইউ সিএসই ফেস্ট ২০২৫- এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

শ্রমিকদল নেতাকে রগ কেটে হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

১০

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও ল্যাবরেটরি স্কুলের সংঘর্ষ

১১

আকিফ জাভেদের দুর্দান্ত বোলিংয়ে রংপুরের আটে আট

১২

নিজস্ব প্রযুক্তির নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

১৩

লস অ্যাঞ্জেলেসের আগুন ‘স্ট্যাচু অব লিবার্টি’তে লাগার সুযোগ আছে কি?

১৪

পাকিস্তানের রাস্তায় ঘুরে ঘুরে ক্ষীর বিক্রি করছেন ট্রাম্প!

১৫

রেলওয়ে মহাপরিচালকের কাছে ছাত্রদলের ১৩ দাবি

১৬

তিন দল নিয়ে নারী বিপিএল শুরুর পরিকল্পনা বিসিবির

১৭

২,৫০০ জনের সাজা মওকুফ করলেন বাইডেন, কারা তারা?

১৮

আদিবাসীদের ওপর হামলাকারীদের শাস্তি দাবি ঐক্য পরিষদের

১৯

লন্ডনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআন 

২০
X