মসজিদে দানকৃত একটি পেয়ারা উন্মুক্ত নিলামের মাধ্যমে এক হাজার টাকায় বিক্রি হয়েছে। শুনতে অবিশ্বাস্য হলেও ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা পশ্চিমপাড়া বায়তুল-আমান জামে মসজিদে।
শুক্রবার (১৭ জানুয়ারি) জুমার নামাজের আগে মসজিদের সব মুসুল্লিদের নিয়ে দানকৃত একটি পেয়ারা উন্মুক্ত নিলামের মাধ্যমে এক হাজার টাকায় বিক্রি হয়েছে। পেয়ারাটি কিনেছেন লাইমপাশা পশ্চিমপাড়া সরকার বাড়ির জাহাঙ্গীর সরকার।
মুসল্লিরা জানান, কয়েক সপ্তাহ ধরে মসজিদে দানকৃত ডিম, আম, পেয়ারা ও হাঁস-মুরগিসহ সব জিনিসপত্র উন্মুক্ত নিলামের মাধ্যমে অতিরিক্ত দামে বিক্রি হয়। এই উন্মুক্ত নিলামে মুসল্লিরা সবাই অংশগ্রহণ করেন, যা একটি উৎসবে পরিণত হয়।
মহল্লার মুসল্লি নূর আলম জানান, কয়েক সপ্তাহ ধরে মসজিদের দানের জিনিসপত্রের অতিরিক্ত দাম নিয়ে আলোচনা হচ্ছে। সব মুসল্লিরা আনন্দ উল্লাসে অতিরিক্ত দামে এসব জিনিসপত্র কিনেন। মানুষ বিভিন্ন উদ্দেশে মসজিদে যে কোনো কিছু দান করেন, আর মুসল্লিরা তা কিনে নেন সওয়াবের আশায়। দিনে দিনে মসজিদে দানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
লাইমপাশা পশ্চিমপাড়া বায়তুল-আমান জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ কালবেলাকে বলেন, প্রতি সপ্তাহে দানকৃত সব কিছু নিলামের মাধ্যমে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। গত সপ্তাহে একটি আম ১৬শ টাকায় বিক্রি হয়েছে। এ ঘটনা সবার মাঝে ছড়িয়ে পড়েছে, আবার এই সপ্তাহে একটি পেয়ারা এক হাজার টাকায় বিক্রি হয়েছে। মুসল্লিরা সওয়াবের আশায় মসজিদে দান করা জিনিসপত্র অতিরিক্ত দামে কেনেন। এসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হয়।
জানা গেছে, প্রতি জুমায় এমন কিছু না কিছু দানের জিনিসপত্র ডাকাডাকির মাধ্যমে চড়া দামে বিক্রি করা হয়। গত শুক্রবার একটি আম ১৬০০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া এই সপ্তাহে একটি মুরগি ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
মন্তব্য করুন