রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে উপজেলা বিএনপির সভাপতিসহ ৯ জনের পদ স্থগিত

বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী। ছবি : সংগৃহীত
বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী। ছবি : সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীসহ ৯ নেতাকর্মীর পদ স্থগিত করেছে জেলা বিএনপি। রাঙামাটি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু নাছির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদ স্থগিত হওয়া নেতাকর্মীরা হলেন- বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, বাঘাইছড়ি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুর উদ্দিন, বাঘাইছড়ি পৌর যুবদলের সদস্য নুর কবির, উপজেলা ছাত্রদলের সদস্য নুরুল ইসলাম জিন্নাত, বাঘাইছড়ি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন জুম্মান, কাচালং কলেজ ছাত্রদল সদস্য সচিব সারওয়ার গাজী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের লিখিত অভিযোগ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, আপনারা দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও দলের ভাবমূর্তি বিনষ্ট করাসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থি বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছেন। এমন অপকর্ম থেকে বিরত থাকার জন্য কেন্দ্রীয় ও রাঙামাটি জেলা বিএনপির পক্ষ থেকে দলের সব নেতাকর্মীকে বহুবার নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু আপনারা দলের দায়িত্বশীল পদে বহাল থেকে দলের সব নির্দেশনা অমান্য করে এসব গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড চালিয়ে দলীয় সুনাম ও দলীয় শৃঙ্খলা নষ্ট করছেন।

আপনারা দলের সব নির্দেশনা অমান্য করে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড চালিয়ে দলীয় সুনাম ও দলীয় শৃঙ্খলা নষ্ট করায় আপনার সব পর্যায়ের দলীয় সব পদ-পদবি ও পদের কার্যক্রম দলের গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। এ সময়ে কোনো ধরনের দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ ও দলীয় পদ-পদবি ব্যবহার করতে পারবেন না।

জানা গেছে, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী ও অভিযুক্ত অপর ৮ নেতার বিরুদ্ধে অবৈধ সিগারেট, বাজার ফান্ড, পৌর টোল, বালুমহাল দখল, মানুষকে জিম্মি করে টাকা নেওয়া, ঠিকাদারি কাজ বন্ধ করে চাঁদা আদায় করা, রাতের আঁধারে বিভিন্ন বাগানের গাছ কেটে নেওয়াসহ বিভিন্ন অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে উপজেলার নেতাকর্মীরাও জেলা বিএনপিকে লিখিত অভিযোগ প্রদান করেন।

রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ মামুন কালবেলাকে জানান, কিছু অভিযোগের প্রেক্ষিতে বাঘাইছড়ি উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের ৯ নেতার পদ স্থগিত করা হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার: এক অপূর্ণ সম্ভাবনার জন্মদিন

সোনালি অধ্যায়ের ৪০ বছরে ক্রিশ্চিয়ানো রোনালদো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের জেসিনার পদ স্থগিত

দৌলতদিয়া-পাটুরিয়ায় ৫ ঘণ্টা পর কেটে গেল কুয়াশা

ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু

গাজা উপত্যকার দখল নেবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প

দুপুর ১২টায় দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত

সুইডেনের শিক্ষাকেন্দ্রে গুলি, নিহত ১১

সাংবাদিক মিরনকে কুপিয়ে বাসার সামনে ফেলে গেল দুর্বৃত্তরা

চট্টগ্রামে ডিসি পার্কে ভাঙচুর

১০

মনে হচ্ছে বিবিসি বাংলা খুনি শেখ হাসিনার ভক্ত : প্রেস সচিব

১১

আজও বায়ুদূষণে বিশ্বচ্যাম্পিয়ন ঢাকা

১২

বন্ধ ফটকের নিচ দিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকলেন কলেজছাত্রী, ভিডিও ভাইরাল

১৩

২০ বিশ্ববিদ্যালয় নিয়ে হবে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা

১৪

সারসহ ট্রলি আটক, অভিযোগের তীর দুই বিএনপি নেতার দিকে

১৫

১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় আজ 

১৬

মেডিকেলে সুযোগ পেয়েও পড়াশোনা অনিশ্চিত শয়নের

১৭

৫ ফেব্রুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা 

১৯

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

২০
X