লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
লালমনিরহাট

আজহারীর মাহফিলে ১০ লাখ মানুষের জন্য প্রস্তুত ৪ মাঠ

লালমনিরহাটে আজহারীর মাহফিলে ১০ লাখ মানুষের জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে। ছবি : কালবেলা
লালমনিরহাটে আজহারীর মাহফিলে ১০ লাখ মানুষের জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে। ছবি : কালবেলা

জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলকে ঘিরে লালমনিরহাটে ১০ লাখ মানুষের সমাগমের জন্য ৪টি মাঠ প্রস্তুত করা হয়েছে। জেলা শহরের সবচেয়ে বড় সোহরাওয়ার্দী মাঠে থাকবে মূল মঞ্চ। এছাড়া পুরুষদের জন্য পার্শ্ববর্তী কালেক্টরেট মাঠ ও পিসি স্কুল মাঠ এবং নারীদের জন্য প্রস্তুত করা হচ্ছে জেলা স্টেডিয়াম মাঠ। সব মাঠেই থাকবে প্রজেক্টরের ব্যবস্থা।

আগামীকাল শনিবার (১৮ জানুয়ারি) জোহরের নামাজ শেষে ইসলামিক সোসাইটি লালমনিরহাট এর আয়োজনে ঐতিহাসিক ওই মাহফিলে বয়ান করবেন তিনি।

এদিকে মাহফিল ঘিরে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা। মোতায়েন থাকবে বিপুলসংখ্যক আনসার, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীসহ মাহফিল আয়োজকদের স্বেচ্ছাসেবক টিম।

আয়োজক কমিটি জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে দেশের বাইরে নির্বাসিত ছিলেন বিশ্ববরেণ্য মুফাসসির ড. মিজানুর রহমান আজহারী। গত ৫ আগস্ট দেশ থেকে শেখ হাসিনা সরকার পালিয়ে গেলে দেশে ফিরে আসেন তিনি। এরপর দেশের মানুষের আগ্রহে বিভিন্নস্থানে মাহফিল শুরু করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় লালমনিরহাটে মাহফিল করবেন তিনি।

জানা যায়, দীর্ঘ কয়েক যুগ পর লালমনিরহাটের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিশ্ববরেণ্য কোনো মোফাসসির। গত ২৮ বছর আগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার উচ্চ বিদ্যালয় মাঠে মাহফিল করেন বিশ্বনন্দিত ইসলামি বক্তা ও জামায়াত নেতা প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদী। এই দীর্ঘ সময় পর বিশ্ববরেণ্য স্কলারের আগমন ঘিরে আনন্দিত ইসলাম প্রিয় মানুষ। এ স্কলারের কথা শুনতে রংপুর বিভাগসহ সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের আগমন ঘটতে পারে।

সরেজমিনে জানা যায়, ঐতিহাসিক এ মাহফিল সফল করতে মঞ্চ প্রস্তুতের কাজ প্রায় ৮০ শতাংশ শেষ করেছেন আয়োজকরা। এ ছাড়া সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। আয়োজক কমিটির সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক হয়েছে। বৈঠকে জননিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুতি নিচ্ছে জেলা আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার চাদরে ঢেকে যাবে মাহফিল ও তার আশপাশের এলাকা। নিরাপত্তায় থাকবে বিপুল সংখ্যক আনসার ও পুলিশ সদস্য। থাকবে র‌্যাব ও সেনাবাহিনী সদস্যদের টহল। সাদা পোশাকে থাকবে পুলিশ সদস্য। এছাড়াও আয়োজক কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবেন প্রায় ৫ হাজার। সব মিলিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে পুরো শহর।

ইসলামিক অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ব্যবসায়ী আব্দুল হাকিমের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেবেন, কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

আয়োজক কমিটির সদস্য ইমাম রাশেদুল ইসলাম লিজু বলেন, মূল প্যান্ডেলের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাঁচ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। মাঠের প্রবেশপথেই তল্লাশি চালানো হবে।

মাহফিলের সভাপতি আব্দুল হাকিম কালবেলাকে বলেন, মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা-ব্যবস্থা রাখা হয়েছে মাহফিলের মাঠগুলোতে। পুরো শহরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বক্তব্য শোনার ব্যবস্থা থাকবে।

লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম কালবেলাকে বলেন, মাহফিলে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে আনসার, পুলিশ র‌্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা। আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে প্রায় ৫ হাজার। তিনি মাহফিলে নারীদের স্বর্ণের অলংকার সঙ্গে না আনার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে এনপিপির পৌর সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বনশ্রী-আফতাবনগর প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি বাবলু পন্ডিত, সম্পাদক জহির

গণধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

১০ দাবিতে পাবিপ্রবি শিক্ষার্থীদের আলটিমেটাম

অন্তর্বর্তী সরকার কোনো ব্যক্তির কাছে দায়বদ্ধ নয় : উপদেষ্টা ফাওজুল কবির

সীমান্তে উত্তেজনা, দুঃখ প্রকাশ করল বিএসএফ

আবু সাঈদের সঙ্গে গুলিতে আহত সিয়াম ভুগছেন উন্নত চিকিৎসার অভাবে

‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার’

‘ওষুধের ওপর শুল্ক কর কমানোর সুপারিশ করা হয়েছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক মিজানুর রহমান সোহেল

১০

‘ফ্যাসিবাদ অনুসরণকারীদেরও শেখ হাসিনার পরিণতি ভোগ করতে হবে’

১১

বায়ুদূষণে বছরে দেশে মৃত্যু লাখের বেশি : গবেষণা

১২

রাজবাড়ীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১

১৩

বুমরাহ-শামিকে নিয়েই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

১৪

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ সম্মেলন অনুষ্ঠিত

১৫

জিয়াউর রহমানের জন্মবাষির্কী উপলক্ষে ফখরুলের বাণী

১৬

বেসিস-এর ৮৪ কোটি ডলারের আইসিটি পণ্য রপ্তানি

১৭

প্রথম নারী কূটনীতিক পেল আফগানিস্তান

১৮

সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করতে হবে : আউয়াল মিন্টু

১৯

ক্রেডিট কার্ডে দেশে-বিদেশে কমেছে লেনদেন

২০
X