কুমিল্লার বরুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, একটি ভাঙারি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন তাৎক্ষণিক আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে মালামালসহ ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে মুদি দোকানের গোডাউন ২টি, ভাঙারি দোকান ২টি, খাবার হোটেল ও ফার্নিচারের দোকান রয়েছে।
ভাঙারি দোকান ব্যবসায়ী আনোয়ার হোসেন কালবেলাকে বলেন, আমি আজ ২৫ বছর লক্ষ্মীপুর বাজারে এই ব্যবসা করি। এখনো দোকানের জন্য ৩০ লাখ টাকা লোন আছে উত্তরা ব্যাংকে। আমি গত রাতে ঘটনা শোনার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ি। পরে আর কিছুই জানতে পারিনি। সকালে শুনেছি আমার সব শেষ। আমি এখন লোনের এত টাকা কিভাবে পরিশোধ করব।
বরুড়া ফায়ার সার্ভিস অফিস জানায়, আগুন লাগার বিষয়টি জানি। তবে আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। শুনেছি শাহরাস্তি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেছে। সেখানে যোগাযোগ করলে তথ্য পাবেন।
শাহরাস্তি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান কালবেলাকে বলেন, আগুন কোথা থেকে লেগেছে এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যাই। ১৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৬টা দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মন্তব্য করুন