নোয়াখালীর চাটখিলে ৩ মাসে কোরআনের হাফেজ হলেন ৮ বছর বয়সী তামিম চৌধুরী। ৩ মাস ১৮ দিনে অর্থাৎ মাত্র ১০৮ দিনে তামিম চৌধুরী পবিত্র কোরআনের সম্পূর্ণ ৩০ পারা হিফজ করেছেন। বাবার স্বপ্ন পূরণে তামিমকে ভর্তি করানো হয় মাদ্রাসায়। তারপর নাজরানা বিভাগে পড়ার মাত্র ৩ মাস ১৮ দিনে পবিত্র কোরআন হিফজ করে সে। দ্রুত সময়ে হিফজ সম্পন্ন করায় আনন্দিত তার পরিবার ও শিক্ষকরা।
তামিম চাটখিলদ উপজেলার নোয়াখলা ইউনিয়নের কড়িহাটি গ্রামের বাহার চৌধুরী ও মারজাহান আকতার দম্পত্তির একমাত্র ছেলে। তামিমের বড় তিন বোন রয়েছে। সে মারকাজুন নাযাত ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
তামিম ২০১৭ সালের জন্মগ্রহণ করেন। বাবার স্বপ্ন পূরণে তামিমকে মারকাজুন নাযাত ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদরাসায় ভর্তি করানো হয়। তারপর নাজরানা বিভাগে পড়ার মাত্র ৩ মাস ১৮ দিনে পবিত্র কোরআন হিফজ করে সে। দ্রুত সময়ে হিফজ সম্পন্ন করায় আনন্দিত তার পরিবার ও শিক্ষকরা।
শিশু তামিম বলেন, ‘অল্প সময়ে হাফেজ হতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ! আমার ওস্তাদরা আমাকে অনেক বেশি সহায়তা করেছেন। ওস্তাদদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি প্রথম ভেবেছিলাম অনেক কঠিন হবে। কিন্তু আল্লাহ আমাকে সহজ করে দিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভবিষ্যতে বড় একজন আলেম হতে পারি।’
তামিমের মা মারজান আকতার বলেন, ‘কোরআনের হাফেজ হয়ে তামিম আমাদের স্বপ্ন পূরণ করেছে। আমরা মাদ্রাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার জন্য আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন আমাদের ছেলেকে ইসলামের জন্য কবুল করে।’
স্থানীয় কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইমাম হাসান কালবেলাকে বলেন, ‘তামিম মাত্র ১০৮ দিনে হিফজ শেষ করেছে, এ জন্য আমরা খুব আনন্দিত। তার যত্ন নেওয়া গেলে ভবিষ্যতে সে আরও বড় আলেম হবে। আমরা তার জন্য দোয়া করি।’
মারকাজুন নাযাত ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা সিফাতুল ইসলাম বলেন, ‘তামিম অল্প সময় নাজেরানা পড়ে হেফজ বিভাগে সবক শুরু করে। সবক শুরু থেকে ৩ মাস ১৮ দিনে অর্থাৎ মাত্র ১০৮ দিনে কোরআনে হেফজ সম্পন্ন করে। তামিমের এমন মেধা অর্জনে আমরা গর্বিত। আমরা আশা করছি, তামিম আন্তর্জাতিকভাবেও দেশ ও জাতির জন্য সম্মান বয়ে আনবে। ইনশাআল্লাহ!’
মন্তব্য করুন