নরসিংদীতে দুই ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে ৮ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ছয়টার দিকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কের ভাগদী কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, সবার অবস্থাই গুরুতর।
আহতরা হলেন ট্রাক চালক শরিয়তপুরের সালাউদ্দিন (৩০), বাস চালক দেবীগঞ্জ নতুন বন্দর এলাকার আশরাফুল ইসলাম (৩০), বাসযাত্রী পঞ্চগড়ের জজমিয়া (৩০), নীলফামারীর রনি (২৯), দেবীগঞ্জের বড়তলী রফিক (২৮), সোনাহার এলাকার সেলিম মিয়া (২৮), নীলফামারীর সুমন ইসলাম (৩০) ও রংপুরের পীরগঞ্জ এলাকার সুকুমার (৩০)।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৬ টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী কদমতলা সড়কে পাঁচদোনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী ট্রাক ও বিপরীত পাশ থেকে আসা দোয়েল পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনা কবলিত ট্রাকের সঙ্গে আরও একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় চালকসহ আট যাত্রী। পরে এ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পলাশ ফায়ার সার্ভিসের দায়িত্বরত স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ জানান, ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে ট্রাক চালক সালাউদ্দিন ও বাস চালক আশরাফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও বাসের আরও ছয়যাত্রীর অবস্থাও গুরুতর। আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।
মন্তব্য করুন