বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের গাড়িবহরে হামলা-ভাঙচুরের প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ ও মিছিল হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার কলতাপাড়া বাজারে স্থানীয় ডৌহাখলা ইউনিয়ন শাখা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা মো. আবু নাছের সোহেল, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আব্দুল কাদির, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম ফকির, মতিউর রহমান স্বাধীন, ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. খুররম খান, সদস্য সচিব মো. জিয়াউল আলম জুরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান, মো. রুহুল আমিন মন্ডল, মো. আফজাল মিয়া, মো. হান্নান মিয়া, মো. বিপুল মিয়া প্রমুখ।
এর আগে গত ৬ জানুয়ারি উপজেলার সিধলা ইউনিয়নের টেঙ্গুরিপাড়া গ্রামে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণের লোকজন গাড়িবহরে এই হামলা-ভাঙচুর করেছে বলে অভিযোগ ওঠে।
অভিযোগ প্রত্যাখ্যান করে গত ৭ জানুয়ারি আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গৌরীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইকবাল সাহেবকে এলাকায় বয়কটের পরিস্থিতি সৃষ্টি হয়। পরে তিনি (ইকবাল) আকিকার দাওয়াতে যাওয়ার সময় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনার আমার বা আমার সমর্থকদের কোনো সম্পৃক্ততা নেই।
এদিকে গত ৮ জানুয়ারি গৌরীপুরে পৌর শহরের নেক্সাস রেস্টুরেন্টে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের পক্ষে সংবাদ সম্মেলন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবদুস সোবহান। তিনি বলেন, যুবদল নেতার ছেলের আকিকা অনুষ্ঠানে যাওয়ার পথে উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমানের পক্ষের লোকজন হামলা করেছে। শুধু তা-ই নয়, এ ঘটনার প্রতিবাদে ওই রাতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করলে সেখানেও হামলা করা হয়।
এদিকে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের গাড়িবহরে হামলার ঘটনায় সিধলা ইউনিয়নের পাইস্কা গ্রামের বাসিন্দা মো. সেলিম বাদী হয়ে ২৯ জনের নাম ছাড়াও অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।
গৌরীপুর থানার ওসি মির্যা মাযহারুল আনোয়ার কালবেলাকে বলেন, বিএনপি নেতার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন