কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

এক যুগ পর কারামুক্ত ডেসটিনির রফিকুল

ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন। ছবি : কালবেলা
ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন। ছবি : কালবেলা

এক যুগ কারাবাসের পর কারামুক্ত হলেন ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

আদালতে মুক্তির আদেশ দেওয়ার পরই এ খবর ছড়িয়ে পড়ে। বিকেল থেকেই ডেসটিনির সদস্যরা কারা ফটকে ভিড় জমাতে থাকে। সন্ধ্যার পর মুক্ত হয়েই ডেসটিনির এমডি ছাদখোলা প্রাইভেটকার থেকে প্রতিষ্ঠানটির সদস্য ও কর্মীদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান।

এর আগে, ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড দেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের ৪ হাজার ৫১৫ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৪৫৪ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।

আদালতের রায়ে বলা হয়েছে, কারাগারে থাকার বয়স সাজা থেকে বাদ যাবে। সে ক্ষেত্রে এমডি রফিকুল আমীনের সাজা হয়ে গেছে। এখন তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হবে।

আসামিপক্ষের আইনজীবী এহসানুল মাহবুব সমাজী বলেন, ১৯ আসামির মধ্যে কারাগারে থাকা রফিকুল আমীন, তার স্ত্রী ফারহা দিবা ও মোহাম্মদ হোসেনকে এদিন আদালতে হাজির করা হয়। জামিনে থাকা হারুনুর রশিদও আদালতে ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। পলাতক বাকি ১৫ আসামির বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারক।

আইনজীবী এহসানুল মাহবুব সমাজী বলেন, তিন জন ১২ বছর ধরে কারাগারে আছেন। রায়ে আদালত বলেছেন, কারাগারে থাকার বয়স সাজা থেকে বাদ যাবে। সেক্ষেত্রে তাদের সাজা হয়ে গেছে।

২০২২ সালের ১২ মে গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বেআইনিভাবে অর্থ পাচারের রফিকুল আমীনকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া হারুন অর রশীদসহ ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

মামলার নথি থেকে জানা যায়, আইন ও বিধি লঙ্ঘন করে ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা গাছ বিক্রির নামে ২ হাজার ২৫৮ কোটি টাকা আত্মসাৎ করেন। এর মধ্যে ঋণপত্র (এলসি) হিসাবে ৫৬ কোটি ১৯ লাখ ১৯ হাজার ৪০ টাকা এবং পাচারের আরও ২ লাখ ৬ হাজার ডলার রয়েছে।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- ডেসটিনির পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুনুর রশিদ, প্রধান কার্যালয়ের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ গোফরানুল হক, মো.সাইদ-উর রহমান, মেজবাহ উদ্দিন স্বপন, ইঞ্জিনিয়ার শেখ তৈয়েবুর রহমান ও গোপাল চন্দ্র বিশ্বাস, পরিচালক সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ সানী, ফারহা দিবা ও জামসেদ আরা চৌধুরী, প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর মো. জসিম উদ্দীন ভূঁইয়া, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ও সদস্য মো. আবুল কালাম আজাদ, ডায়মন্ড এক্সিকিউটিভ এস এম আহসানুল কবির বিপ্লব, জোবায়ের সোহেল ও আব্দুল মান্নান এবং ক্রাউন এক্সিকিউটিভ মোসাদ্দেক আলী খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১২৯ মামলা

সাভারের জাহিদ হত্যায় ৩ আসামির মৃত্যুদণ্ড

দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই : জামায়াত আমির

দুই পুলিশ কর্মকর্তার মদ্যপ অবস্থায় অশ্লীল নৃত্য ভাইরাল

ঢাকায় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলার প্রতিবাদ রাঙামাটিতে

মেসির পর বিশ্বের সেরা ফুটবলার ইয়ামাল, দাবি সতীর্থর

সাতক্ষীরা জেলা প্রশাসকের অধীন ৪ আদালত বর্জনের সিদ্ধান্ত 

নেইমারকে দলে টানতে আগ্রহী এমএলএসের তিন ক্লাব

পারিশ্রমিক সংকট কাটিয়ে অনুশীলনে ফিরল রাজশাহী

হামজার সঙ্গে বাফুফে সভাপতির সৌজন্য সাক্ষাৎ

১০

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গেজেট প্রকাশ

১১

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র / সরকারকে সময়ের অপর্যাপ্ততার কথা জানাবে বিএনপি

১২

প্রশংসায় ভাসছে ইসলামি ফিল্মের খুদে অভিনেতা নাহিদ

১৩

প্রকল্পের তথ্য দিতে উপজেলা প্রকৌশলীর গড়িমসির অভিযোগ 

১৪

সমস্যা বাঁ চোখে, ডানটিতে অপারেশন করা সেই চিকিৎসক গ্রেপ্তার

১৫

বাবরের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড়

১৬

দেশে এইচএমপিভি আক্রান্ত একমাত্র নারীর মৃত্যু

১৭

বিদায়ী ভাষণে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বাইডেন

১৮

ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেপ্তার

১৯

ডিজির বদলি বাণিজ্য / কারিগরির দুই শতাধিক গণবদলি বাতিল 

২০
X