বাগেরহাটের মোংলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে মোংলা-রামপাল সড়কের গাছির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোংলা থানা ওসি মো. আনিছুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মোংলা উপজেলার সোনাইলতলা ওয়াজেদ আলী শেখের ছেলে রোকন উদ্দিন (৬০) ও খুলনার দাকোব উপজেলার বানিশান্তা এলাকার মৃত জাফর মোল্লার ছেলে দিদার মোল্লা (৩২)।
জানা যায়, পাথরবাহি পিকাপ-নসিমনের সংঘর্ষে নসিমনের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী মো. বরকত উল্লাহ জানান, মোংলার সোনাইলতলা এলাকা থেকে ধান বোঝাই নসিমন মোংলার সেলিমের রাইসমিলে রেখে আবার সোনাইলতলা যাচ্ছিলেন। এ সময় নসিমনটি কুয়াশার কারণে পাথরের স্তুপে উঠে যায়। সঙ্গে সঙ্গে নসিমনটি পল্টিদেয়। নসিমনে থাকা ৭ জনের মধ্যে তিন জন সুস্থ আছেন। এতে দুজন নিহত হয়। তিন জনকে মোংলা ও খুলনা হাসপাতালে পাঠানো হয়েছে।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বুলেট সেন জানান, বৃহস্পতিবার ভোরে আহত ৪ জনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। এর মধ্যে একজন ঘটনাস্থলে আরেকজন হাসপাতালে নেওয়ার আগে নিহত হয়েছেন। বাকী দুজনের মুখ দিয়ে রক্ত পড়ছিলো। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। পরে আহত একজন নিজেই সকাল ৯ টায় হাসপাতালে যান। তাকে হাসপালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মোংলা থানার ওসি মো. আনিছুর রহমান কালবেলাকে বলেন, দ্রুত গতিতে আসা একটি নসিমন রাত ২ টার দিকে মোংলা উপজেলার গাছির মোড় এলাকায় রাস্তায় স্তুপ করে রাখা পাথরের উপর উঠিয়ে দেয়। এ সময় নসিমন উল্টে ঘটনাস্থলে চালক নিহত হয়। পরে মোংলা হাসপাতালে নেওয়ার পথে আরেক জন নিহত হন। আহত হয় আরও ৩ জন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন