মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকায় লায়লা আরজু নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের রাথুরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লায়লা আরজু (৬২) বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
নিহতের স্বামী সেকেন্দার আলী বলেন, ক্যানসার আক্রান্ত স্ত্রীকে ঘরে রেখে সকাল ৭টার দিকে বাজার করতে বের হই। বাসায় এসে আমার স্ত্রীর রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখি।
ঘিওর থানার ওসি রফিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয়রা লায়লাদের বাড়িতে তার গলা কাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন