চট্টগ্রামের চন্দনাইশে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে তিন যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাকও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বহরমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডিতরা হলেন- উপজেলার জাফরাবাদ এলাকার মো. আশরাফের ছেলে মো. জোবায়ের, সাতবাড়িয়া এলাকার শামসুল ইসলামের ছেলে নুরুল করিম, সাতকানিয়া উপজেলার ছিদ্দিক আহমদের ছেলে হাবিবুর রহমান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোম্যাসি চাকমা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফসলি জমির মাটি কেটে বিক্রি করার দায়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাটি আমাদের প্রাকৃতিক সম্পদ। এ সম্পদকে বিনষ্ট করে যারা প্রকৃতির বিরুদ্ধে কাজ করছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন