বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক নেতা হাবিবুল্লাহ মেজবাহ সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবগঞ্জ সরকারি এমএইচ ডিগ্রি কলেজের পেছন থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
হাবিবুল্লাহ মেজবাহ সৈকত (৩৭) শিবগঞ্জ পৌর এলাকার বানাইল মহল্লার মো. বাদশা মিয়ার ছেলে এবং শিবগঞ্জ পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান জানান, তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বগুড়া সদর ও শিবগঞ্জ থানায় বেশ কয়েকটি হত্যাচেষ্টা, নাশকতা, বিস্ফোরকদ্রব্য আইনে মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
মন্তব্য করুন