দীর্ঘ দেড় দশক পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা কমিটির তালিকা থেকে জানা গেছে, আখাউড়া উপজেলা বিএনপির কমিটিতে সভাপতি পদে জয়নাল আবেদীন আব্দু ও সাধারণ সম্পাদক করা হয়েছে ডা. খোরশেদ আলম ভুঁইয়া নির্বাচিত করা হয়েছে। কমিটিতে ১১ জন সহসভাপতি, ১৩ জন যুগ্ম সম্পাদকের পাশাপাশি কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে হুমায়ুন কবির জীবনকে। এ ছাড়া ২৪ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
আখাউড়া পৌর বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. সেলিম ভুঁইয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মো. আক্তার খান। এ কমিটিতেও ১০ জনকে সহসভাপতি, তিনজন যুগ্ম সম্পাদক রাখা হয়েছে। কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আলহাজ জালাল মিয়া। এ কমিটিতে ৬৬ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
এদিকে দীর্ঘদিন পর জেলা থেকে উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূইয়া কালবেলাকে বলেন, দীর্ঘ ১৫ বছর পর স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর কসবা-আখাউড়ার গণমানুষের নেতা জেলা বিএনপির সদস্য আলহাজ কবির আহমেদ ভূইয়ার বলিষ্ঠ নেতৃত্বের ফসল আজকের এ কমিটি। দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি পেয়ে আমরা আনন্দিত।
নবনির্বাচিত আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু বলেন, সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক ও তার দোসরদের বাধার কারণে দীর্ঘদিন বিএনপির সম্মেলন করতে পারেনি। ৫ আগস্টের পর স্বাধীন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। কসবা-আখাউড়া বিএনপির দুর্দিনের কাণ্ডারি আলহাজ কবির আহমেদ ভুঁইয়ার নেতৃত্বে আখাউড়ার ইতিহাসে একটি নজিরবিহীন সফল সম্মেলনের ফল আজকের এ কমিটি।
মন্তব্য করুন