ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার বলুহর বাসস্ট্যান্ড এলাকায় মিজানের কাঠ ডিজাইন কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার বলুহার ইউনিয়নের সিংগা গ্রামের মিল্টন (২০) ও একই গ্রামের রামপ্রসাদ (২৭)।
প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম বলেন, কোটচাঁদপুর শহরে মিজানুর রহমানের কাঠ ডিজাইন কারখানায় নতুন একটি কাঠ প্রসেসিং মেশিন বসানো হয়। মেশিনের মধ্যে রাসায়নিক পদার্থ দিয়ে কাঠ রিফাইন করার জন্য বয়লারে কাঠ দিয়ে তাপ দেওয়া হচ্ছিল। এ সময় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মিল্টন ও রামপ্রসাদ নিহত হন। দুর্ঘটনায় তাদের শরীর চিহ্নভিন্ন হয়ে যায়। এ সময় আহত আলমপুর গ্রামের আলমগীরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন