কুড়িগ্রামের রাজিবপুরে চাঁদাবাজি ও মাছ চুরির মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় আসামিদের কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার বটতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- উপজেলা শ্রমিক লীগের সভাপতি কবির হোসেন ও উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান।
রাজিবপুর থানার ওসি তছলিম উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৫ সালে চাঁদাবাজি ও পুকুরের মাছ চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত বছরের ৭ অক্টোবর বিএনপি সমর্থক বদিউজ্জামান বাদী হয়ে রাজিবপুর থানায় মামলা করেন। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে উপজেলা শ্রমিক লীগের সভাপতি কবির হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন