সাতক্ষীরায় সিন্ডিকেট করে সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে সার বিক্রি করে লোপাটের ঘটনার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপপরিচালকের কার্যালয়ে এ অভিযান চালায় দুদক। অভিযানের নেতৃত্বে দেন দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম।
অভিযান শেষে দুদক কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে সাতক্ষীরায় সার বিক্রি হচ্ছে, এছাড়া সিন্ডিকেট করে কৃষকের কোটি কোটি টাকা লোপাট হচ্ছে- এটির সত্যতা আমরা পেয়েছি। দিনভর মাঠ পর্যায়ে অভিযান চালিয়েছি। বাস্তব চিত্র কৃষি উপপরিচালককে জানানো হয়েছে, তিনিও বিষয়টি আমাদের কাছে স্বীকার করেছেন। এখন বিষয়টি দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে লিখিতভাবে জানানো হবে। নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে দুপুরে সাতক্ষীরার পাটকেলঘাটার অবৈধ সার ব্যবসায়ী কেশব সাধুর গোডাউনে অভিযান করে দুদকের আভিযানিক দলটি।
মন্তব্য করুন