কুড়িগ্রামের রাজারহাটে আলু আবাদে লোকসান হওয়ায় এক কৃষকের স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছেন। এছাড়াও আবাদের লোকসানে হতাশা থেকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই কৃষক।
রোববার (১২ জানুয়ারি) ও গত শনিবার উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বিদ্যানন্দ নামার চর এলাকায় এসব ঘটনা ঘটে।
অসুস্থ কৃষকেরা হলেন- উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের তুহিন মিয়া (৪০) ও নুর জামাল (৪৫)।
জানা গেছে, উপজেলার বিদ্যানন্দ নামার চর এলাকার শুক্কুর আলী লাভের আশায় ধারদেনা করে ২০ একর জমিতে আলু আবাদ করেন। কিন্তু এবারে আলুর বাম্পার ফলন হওয়ায় মৌসুমের শুরতেই আলুর দাম কমে যায়। আলু আবাদ করে তাকে প্রায় ১০ লাখ টাকা লোকসান গুনতে হয়েছে। এ কারণে তার স্ত্রী সফুরা বেগম (৩৫) স্বামী ও তিন সন্তানকে রেখে বাবার বাড়ি জামালপুরে চলে যান।
এদিকে, নামার চর এলাকার সবুর আলীর ছেলে তুহিন মিয়া এবার ২০ একর জমিতে আলু চাষ করেন। কিন্তু আলুর ফলন ভালো হলেও দাম না থাকায় তিনি দুশ্চিন্তাগ্রস্থ হন। পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ মৌসুমে তাকে ১৫ লাখ টাকা লোকসান গুনতে হয়েছে। একই এলাকার নুর মোহাম্মদ আলীর ছেলে নুর জামাল ১০ একর জমিতে আলু চাষ করে প্রায় পাঁচ লাখ টাকা লোকসান হওয়ায় তিনিও অসুস্থ হয়ে পড়েন। তাদের উভয়কেই এলাকাবাসী রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যানন্দ ইউপি সদস্য হোসেন আলী কালবেলাকে জানান, এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সামছুনাহার সাথী কালবেলাকে বলেন, সব জায়গায় আলুর আবাদ ভালো। তাই দাম কমবে এটাই স্বাভাবিক। কৃষক অসুস্থ হওয়ার বিষয়টি আমি আপনার মাধ্যমে জানলাম। এ বিষয়ে খোঁজখবর নেব।
মন্তব্য করুন