পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) ওই অফিসের পাঁচজনের বিরুদ্ধে ঘুষ নিয়ে কাজ না করার অভিযোগে মামলা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) উপজেলার প্রতাপকাটী গ্রামের শওকত শেখের ছেলে নজরুল ইসলাম শেখ বাদী হয়ে মামলাটি করেছেন।
তিনি মামলায় উল্লেখ করেছেন, উপজেলার প্রতাপকাটী মৌজার ৫৫৪/৭৪-৭৫ নম্বর ভিপি লিজ কেসের ইজারা নবায়নের নামে সহকারী কমিশনার ভূমি মো. ইফতেখারুল ইসলাম শামীমের নাম করে টাকা নেওয়া হয়েছে। ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী অমত্য বিশ্বাস, সার্ভেয়ার কাওছার আলী, নাজির মো. জিহাদ উল্ল্যাহ ও কপিলমুনি ইউনিয়ন ভূমি কর্মকর্তা কামাল হোসেনকে আসামি করা হয়েছে।
আসামিরা বিকাশের মাধ্যমে ও নগদ ৪ লাখ ২০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেছেন। যার অডিও রেকর্ড, ফোন কল লিস্টসহ অন্য প্রমাণ বাদীর কাছে আছে। তবে আসামিরা টাকা নিয়ে বাদী নজরুলকে ইজারা না দিয়ে তার প্রতিপক্ষকে অবৈধভাবে ইজারা দিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ওই টাকা ফেরত দিতে চান। কিন্তু পরে দেননি। আসামিরা টাকা না দিয়ে বাদীকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। নিরুপায় হয়ে এ মামলা করেন তিনি।
মামলার আইনজীবী অ্যাডভোকেট এফএমএ রাজ্জাক জানান, বাদী নজরুল আসামিদের বিরুদ্ধে মামলা করার অনুমতি বা টাকা ফেরত পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। আবেদনের দুই মাস অতিবাহিত হলেও কোনো ফল না পেয়ে আদালতে ওই মামলা করেছেন। মামলা দাখিলের পর আদালত মামলাটি আমলে নিয়ে দেখেশুনে পরে আদেশ দেবেন মর্মে জানান।
সহকারী কমিশনার ভূমি মো. ইফতেখারুল ইসলাম শামীম জানান, আদালতে মামলা হয়েছে কিনা, জানি না। সাংবাদিকদের মাধ্যমে শুনেছি মামলা হয়েছে। আদালত থেকে কোনো কাগজ তিনি পাননি। ঘুষ গ্রহণের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
মন্তব্য করুন