যশোরের কেশবপুরে তারুণ্যের উৎসব ও ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।
উদ্বোধনী দিনে বর্ণাঢ্য র্যালি, সেমিনার এবং শিশুদের বিভিন্ন চিত্রাঙ্কন, কুইজ, বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজের সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন- পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস ও পৌর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জাকির হোসেন। এতে আরও বক্তব্য দেন- কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক সম্রাট হোসেন।
মন্তব্য করুন