রংপুরের মিঠাপুকুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের পরিচয়পত্রে শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের ছবি থাকা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা চত্বর মাঠে এ ঘটনা ঘটে।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলায় শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে যান। তাদের নিয়ে একটি র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ। পরে তিনি সবাইকে সঙ্গে নিয়ে বিজ্ঞানমেলার বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন। এ সময় দেখা যায়, উপজেলার পাইকান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গলায় পরিচয়পত্রে শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের ছবি।
খোঁজ নিয়ে জানা যায়, পাইকান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের একজন অন্যতম নেতা। এ কারণে এখনো তিনি মুজিব পরিবারের অস্তিত্ব ধরে রাখতে চান। আর তাই শিক্ষার্থীদের পরিচয়পত্রে শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের ছবি রেখেছেন।
মিঠাপুকুরের এক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোতাসিম বিল্লাহ বলেন, আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে বিতাড়িত করলেও তার দোসরদের এখনো বিদায় করতে পারিনি। আজকের এ ঘটনা অবশ্যই পরিকল্পিত। আমরা মিঠাপুকুরের ছাত্রসমাজ অতিসত্বর এই আওয়ামী লীগের দোসর প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে পাইকান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বদিউজ্জামান কালবেলাকে বলেন, আজকে এটা ভুলক্রমে হয়েছে। কাল থেকে আর হবে না।
মিঠাপুকুর ইউএনও বিকাশ চন্দ্র বর্মন কালবেলাকে বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন