চট্টগ্রাম নগরীতে হাত-পা বাঁধা ও চোখে-মুখে টেপ মোড়ানো লাশের পরিচয় মিলেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের ধারণা, ছিনতাইকারীদের হাতেই খুন হয়েছেন আবদুর রহিম বাবুল।
জানা গেছে, খুনের শিকার আবদুর রহিম বাবুল পেশায় একজন ব্যবসায়ী এবং অটোরিকশাচালক। নগরের চকবাজার থানার দেবপাহাড় এলাকায় তিনি স্ত্রীসহ বসবাস করতেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঝাউতলা সেগুন বাগান এলাকা থেকে হাত-পা বাঁধা ও চোখে-মুখে টেপ মোড়ানো আবদুর রহিম বাবুলের মরদেহ উদ্ধার করে খুলশী থানা পুলিশ।
এ সময় মরদেহের হাত গলার সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। এ ছাড়া তার চোখ এবং মুখে স্কচটেপ মোড়ানো ছিল। তার ডান হাতে একটি লাল রঙের হাতমোজা ছিল, বাঁ হাত খালি।
পুলিশ বলছে, হত্যা রহস্য পুরোপুরি উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
খুলশী থানার এসআই মো. বেলাল খান বলেন, ‘আবদুর রহিমের অটোরিকশা ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা করবেন। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। খুনিকে শনাক্তের চেষ্টা চলছে।’
মন্তব্য করুন