সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নীলফামারীতে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, টাকা না পেয়ে আগুন

নীলফামারীতে সোনালী ব্যাংকে আগুন দেওয়ার চিত্র। ছবি : কালবেলা
নীলফামারীতে সোনালী ব্যাংকে আগুন দেওয়ার চিত্র। ছবি : কালবেলা

নীলফামারীতে সোনালী ব্যাংকের একটি উপশাখায় ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে তারা নগদ টাকা-পয়সা না পেয়ে আসবাবপত্র ভাঙচুর ও ব্যাংকে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে জেলা সদরের সংগলশী কাজীরহাট এলাকায় সোনালী ব্যাংক উত্তরা ইপিজেট উপশাখায় এ ঘটনা ঘটে। এ সময় ব্যাংকটির নিরাপত্তা কর্মীকে মারধর ও হাত পা বেঁধে রাখে দুর্বৃত্তরা।

জানা যায়, দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রয়োজনীয় নথিপত্র, আসবাবপত্রসহ ব্যাংক ব্যবস্থাপক কক্ষ ও নিরাপত্তা প্রহরী কক্ষ ভস্মীভূত হয়েছে। রাত দুইটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দমকলবাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ব্যাংকের উপশাখা ব্যবস্থাপক মো. আব্দুল মোনায়েম বাদী হয়ে রোববার (১২ জানুয়ারি) সকালে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অপরদিকে মারধরে আহত ব্যাংকের নিরাপত্তাকর্মী মাসুদ রানা (২৪) নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসী জানান, কয়েকদিন আগে ব্যাংকের ওই শাখায় একটি নতুন ভোল্ট স্থাপন করা হয়। শনিবার রাতে ডাকাতির উদ্দেশ্যেই সেখানে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে ভেতরে তল্লাশি ও ভাঙচুর করে নগদ টাকা-পয়সা না পেয়ে ব্যাংককে অগ্নিসংযোগ করে বলে ধারণা করছেন তারা।

নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ব্যাংকের আহত নিরাপত্তা কর্মী মো. মাসুদ রানা ঘটনার বর্ণনা দিয়ে কালবেলাকে বলেন, ‘শনিবার রাত ১১টায় ডিউটিতে যোগ দেই। রাত সাড়ে ১২টার দিকে শরীর খারাপ লাগছিল। ঘুম না আসায় ব্যাংকের নিচে পান খাওয়ার জন্য যাই। এজন্য ব্যাংকের মূল ফটকে তালা দিয়ে ভেতরে প্রবেশ করি। আমি ফিরেই বাথরুমে যাই। সেখান থেকে বের হতেই আমার মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। এ সময় তিনজনকে দেখতে পাই। সবার মাথায় টুপি ও মাফলার দিয়ে মুখ ঢাকা ছিল।

মো. মাসুদ রানা আরও বলেন, ডাকাতরা আমাকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে লকারের চাবি নিয়ে চায়। এরপর টাকার জন্য অনেক খোঁজাখুঁজি করে। তারা ব্যাংকের বিভিন্ন স্থানে তল্লাশি ও ভাঙচুর করে। টাকা না পেয়ে আমার হাত-পা বেঁধে সিঁড়ির নিচে ফেলে দিয়ে ব্যাংকের ভেতর অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্বৃত্তরা মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে বলে জানান তিনি।

সোনালী ব্যাংক উত্তরা ইপিজেট উপশাখার ব্যবস্থাপক মো. আব্দুল মোনায়েম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে ব্যাংকের ভেতর আগুন দেওয়ার খবর শুনে ভবন মালিক মো. রফিকুল ইসলাম শাহ রাত দুইটার দিকে আমাকে ফোনে জানায়। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই। পরে ফায়ার সার্ভিস ও টহল পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় আমার (ব্যবস্থাপক) ও গার্ড রুমের আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে যায়। তবে ওই শাখায় কোনো টাকা পয়সা ছিল না। এ ঘটনায় বাদী হয়ে রোববার সকালে নীলফামারী সদর থানায় লিখিত অভিযোগ করেছি।’

নীলফামারী সদর থানার ওসি এম আর সাঈদ বলেন, ‘ব্যাংকটিতে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। তারা ডাকাতির বিষয়ে অভিযোগও করেনি। ব্যাংকে আগুন লাগার বিষয়ে অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না’

সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব : নজরুল ইসলাম

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের চাকরিতে সুযোগ দেওয়ার দাবি ঐক্য পরিষদের

কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে হবে বিডিআর মামলার বিচারকাজ

আইইউবিএটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

ক্যানসারে আক্রান্ত জান্নাত, প্রয়োজন আর্থিক সহায়তা

সাবেক এমপি নদভী চট্টগ্রামে আরও ৫ মামলায় গ্রেপ্তার

জরায়ু ক্যানসার সচেতনতা ও তহবিল সংগ্রহে জননীর জন্য পদযাত্রা

সবাই সবার জন্য দোয়া করি : তারেক রহমান

শেখ হাসিনার আমলে নির্যাতিত চার সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির মিলনমেলা

১০

গাজা থেকে সব সেনা সরিয়ে নেবে ইসরায়েল

১১

টানা ছয় হারের পর ঢাকার দুর্দান্ত প্রত্যাবর্তন

১২

গাজা উপত্যকা নিয়ে ইলন মাস্কের নতুন পরিকল্পনা

১৩

নতুন করারোপ জনজীবনে দুর্বিষহ অবস্থা সৃষ্টি করবে : খেলাফত মজলিস

১৪

ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে কুশিয়ারাপাড়ের মানুষের

১৫

নাগরিক কমিটির আরও ৪ প্রতিনিধি কমিটি ঘোষণা

১৬

‘জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি, আয় ৩০ কোটি টাকা!

১৭

অপহরণ করে নিয়ে যাওয়ার পথে ধরল জনতা, আটক ২

১৮

‘কারও কারও আচরণে পুরোনো জমানার মতো দম্ভ দেখা যাচ্ছে’

১৯

দৌলতপুরে শীতার্তদের পাশে যুবদল নেতা জুয়েল 

২০
X