নেত্রকোনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে পিবিআই ময়মনসিংহ ও নেত্রকোনা কার্যালয়ে সদস্যরা দুর্গাপুর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই আসামি হলেন- দুর্গাপুর উপজেলার উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে সাজিবুল ইসলাম অপূর্ব (২৬) ও দূর্গাপুর দক্ষিণপাড়ার হাজী আব্দুর রহমানের ছেলে মো. বাকি বিল্লাহ (২৬)।
নিহত এসআই শফিকুল ইসলাম দূর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেছেন।
পিবিআই ময়মনসিংহ কার্যালয়ের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত লাল রঙের একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ হত্যাকাণ্ডে বেশ কয়েকজন জড়িত। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না। এ ছাড়া মামলাটি থানা-পুলিশের কাছ থেকে পিবিআইয়ে স্থানান্তরের কার্যক্রমও চলমান।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের পানমহল এলাকায় কয়েকজন অস্ত্রধারী যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পুলিশের এসআই শফিকুল ইসলামকে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে মারা যান এসআই শফিকুল ইসলাম।
মন্তব্য করুন