খুলনা ব্যুরো
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় ছাত্র আন্দোলনে হামলা, আওয়ামীপন্থি ৮ আইনজীবী কারাগারে

মহানগর দায়রা জজ আদালত, খুলনা। ছবি : সংগৃহীত
মহানগর দায়রা জজ আদালত, খুলনা। ছবি : সংগৃহীত

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে সশস্ত্র হামলার ঘটনায় করা মামলায় জেলা আইনজীবী সমিতির আওয়ামীপন্থি আট সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ মামলার অপর ১৫ আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) খুলনা মহানগর দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী ও খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম রুবা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আওয়ামীপন্থি আট আইনজীবী হলেন- অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, অ্যাডভোকেট আল আমিন উকিল, অ্যাডভোকেট সোহেল পারভেজ, অ্যাডভোকেট সুমন্ত কুমার বিশ্বাস, অ্যাডভোকেট তমাল কান্তি ঘোষ, অ্যাডভোকেট শেখ শামীম আহমেদ পলাশ, অ্যাডভোকেট সাইদুর রহমান টুটুল ও অ্যাডভোকেট মেহেদী হাসান।

এর আগে গত ২১ সেপ্টেম্বর খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য মো. এমাম হোসেন বাদী হয়ে খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামসহ ২৮ জনের নাম উল্লেখ করে খুলনা সদর থানায় মামলা করেন। উল্লিখিত আসামিদের মধ্যে ২৩ জন গত ৩ ডিসেম্বর উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। উচ্চ আদালতের নির্দেশেই তারা রোববার খুলনা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট খুলনায় বিএনপি আয়োজিত মিছিলে অংশগ্রহণের জন্য নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে যাওয়ার জন্য খুলনা জেলা আইনজীবী সমিতির মেইন গেট থেকে বাদী মো. এমাম হোসেনসহ অর্ধশতাধিক আইনজীবী মিছিল নিয়ে বের হন। তারা জেলা স্টেডিয়ামের কাছে পৌঁছালে সমিতির তৎকালীন সভাপতি ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামসহ আইনজীবী নামধারী এবং আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন দমনরত অবস্থায় তাদের মুখোমুখি হয়। এ সময় সন্ত্রাসীরা তাদের ওপর ককটেল নিক্ষেপ করে এবং হকিস্টিক দিয়ে হামলা চালায়। এক পর্যায়ে আইনজীবী সমিতির তৎকালীন সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও আনিসুর রহমান পপলু তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে গুলি করে। তাদের ভয়ে অন্য আইনজীবীরা পালিয়ে প্রাণ রক্ষা করেন।

প্রসঙ্গত, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিক মাহমুদ তারা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী, অ্যাডভোকেট আনিসুর রহমান পপলু ও অ্যাডভোকেট জেসমিন পারভীন জলি পলাতক আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

মোবাইল ও ইন্টারনেট সেবায় শুল্ক না কমালে সচিবালয় ঘেরাওয়ের হুমকি

এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় গ্রেপ্তার ২

‘ভিসির বাংলোয় ঠাঁই চাই’ কর্মসূচি ঘোষণা ঢাবি ছাত্রীদের

লিটন-তামিম ঝড়ে বিপিএলে রেকর্ডবুক তছনছ ঢাকার

রাবির চার হল থেকে অর্ধ-পোড়ানো কোরআন উদ্ধার

আগামী নির্বাচনকে এ যাবতকালের সেরা ও ঐতিহাসিক করতে চাই : প্রধান উপদেষ্টা

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২৫

‘পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক টেকসই করতে উদ্যোগ নেওয়া হয়েছে’

দেশে প্রথমবার এইচএমপিভি শনাক্ত, স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা জারি

১০

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

১১

যায়যায়দিন পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম

১২

ভারতীয় হাইকমিশনারকে তলব করে উদ্বেগ জানালেন পররাষ্ট্রসচিব 

১৩

জানা গেল যুক্তরাষ্ট্রে দাবানলের কারণ

১৪

নীলফামারীতে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, টাকা না পেয়ে আগুন

১৫

দল থেকে বাদ পড়ার দিনে লিটনের সেঞ্চুরি 

১৬

এবার শিক্ষার্থীদের সঙ্গে অনশনে বসল জবি প্রশাসন 

১৭

চলতি বছরেই নির্বাচন দেওয়া জরুরি : আমীর খসরু

১৮

ছাদবাগান গড়ে পরিবেশ রক্ষার আহ্বান পরিবেশ উপদেষ্টার

১৯

রাজধানীতে বাসায় চুরির ঘটনায় স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ১

২০
X