ফরিদপুরের মধুখালীতে হাইওয়ে পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
রোববার (১২ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার মাঝকান্দি শরীফপুর এলাকায় মাজেদা জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে হাইওয়ে পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলটিকে যশোর থেকে ফরিদপুরমুখী মুক্তা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই আরোহী নিহত হন।
মধুখালী থানার ওসি এসএম নুরুজ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
মন্তব্য করুন