ফরিদপুরের নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২ বাসযাত্রী। রোববার (১২ জানুয়ারি) সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ি এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুরের মধুখালীর ব্রাহ্মণকান্দী আলেফ খানের ছেলে সাজ্জাদ খাঁ (২৫)। তিনি দুর্ঘটনাকবলিত বাসের সুপারভাইজার ছিলেন। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
নগরকান্দা থানার ওসি মো. সফর আলী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন বলেন, ফরিদপুর থেকে আলিফ-মিম নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। পথে বাশাগাড়ি এলাকায় বাসটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে পড়ে যায় এবং ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের অন্য যাত্রীরা।
তিনি আরও বলেন, খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন