দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে স্বয়ংসম্পূর্ণ নতুন একটি বাংলাদেশ গড়ব। যেখানে কোনো বৈষম্য থাকবে না, মানুষের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি থাকবে না। নির্বিঘ্নে যার যার ধর্ম পালন করবে। স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি এসব কথা বলেন।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের মহিশাষী এলাকায় স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা অনুষ্ঠিত হয়।
ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুজন মাহমুদের সঞ্চালনায় ও ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান অভি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার যে রাষ্ট্রব্যবস্থা করেছিল সে রাষ্ট্রে কেউ শান্তিতে বসবাস করতে পারেনি। খুনি হাসিনা অঘোষিত একনায়কতন্ত্র কায়েম করে দেশের অর্থনৈতিক অবস্থা পঙ্গু করে দিয়েছে। হাসিনা ও তার এমপি-মন্ত্রীসহ আওয়ামী লীগের দোসররা দেশের অর্থ বিদেশে পাচার করেছে।
অভি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় দেশের মানুষ ভালো ছিল না। মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে নিম্ন শ্রেণির মানুষ তাদের সংসার চালাতে হিমশিম খেয়েছে। অনেকে জায়গা সম্পত্তি বিক্রি করে তাদের মৌলিক চাহিদা পূরণ করেছে। আমরা ফ্যাসিস্টের পুনরাবৃত্তি চাই না। এমনকি এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম নিতে দেব না।
তিনি আরও বলেন, দেশের মানুষকে ভালো রাখার জন্য যা করার দরকার আমরা তাই করব। আমরা জনবিচ্ছিন্ন হতে চাই না। আমরা জনগণের পাশে থেকেই সমাজ ও রাষ্ট্রের ভালো ভালো কাজ করতে চাই। দেশের জনগণকে ভালো রাখতে হবে। সে জন্য যা করার দরকার আমরা তাই করব। দেশের প্রত্যেকটা মানুষকে তাদের মৌলিক চাহিদা নিশ্চিত করা হবে। নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যসামগ্রী সহনীয় পর্যায়ে রাখতে আমরা সর্বদা চেষ্টা করব।
আরও বক্তব্য রাখেন ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পারভেজ পাঠান, শাকিল আহমেদ, রুবেল খান, শাহিনুর রহমান শাহিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাশেদুল ইসলাম রাজু, ধামরাই থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন, ধামরাই থানা কৃষক দল নেতা আমজাদ হোসেনসহ আরও অনেকে।
মন্তব্য করুন