জামালপুর প্রেস ক্লাবের সভাপতি চ্যানেল আইর সাংবাদিক আলহাজ হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়ের দ্রুত বিচার আইনে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে জামালপুর প্রেস ক্লাব এ মানববন্ধনের আয়োজন করে।
জামালপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সভাপতিত্বে ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজের সঞ্চালনায় অংশ নেন জেলায় কর্মরত সাংবাদিকরা ।
মানববন্ধনে প্রেস ক্লাবের সভাপতির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের ঘটনার সমালোচনা করে সাংবাদিকরা বলেন, কোনো তদন্ত ছাড়াই কীভাবে দ্রুত বিচার আইনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়?
এ মামলার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান সাংবাদিকরা।
মানববন্ধনে অংশ নিয়ে কালবেলার জামালপুর প্রতিনিধি ও জামালপুর নাগরিক ভয়েসের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, পুরোনো কায়দায় তদন্ত ছাড়াই মামলা নেওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। দীর্ঘ তিন যুগ ধরে যিনি সাংবাদিকতা করছেন, প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সভাপতির বিরুদ্ধে যদি এভাবে মামলা নেওয়া হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কী দাঁড়াবে? আওয়ামী লীগের আমলে স্বেচ্ছাসেবক লীগ নেতা সায়েদুল ইসলাম শিপন এবং তার ভাগনে শেরপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর ই জাহিদ পিংকন যিনি নিজেকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাতনি জামাই পরিচয়ে প্রভাব বিস্তার করে জেলার মেলান্দহ উপজেলার দুই ইউনিয়নে অন্যের জমি দখল করেছেন, তারা এখনো কীভাবে এত প্রভাব বিস্তার করতে পারেন?
মশিউর রহমান এ সময় জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার ও মিথ্যা মামলা দায়ের করার সঙ্গে জড়িত স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিবার ও তার ভাগনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পিংকনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
মানববন্ধনে আরও বক্তব্য দেন- প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দৈনিক সচেতন কণ্ঠের সম্পাদক বজলুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক এসএম আব্দুল হালিম, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত জামান, আরটিভির জেলা প্রতিনিধি সুবিনয় রায় তপু, জামালপুর নাগরিক ভয়েসের সাধারণ সম্পাদক মশিউর রহমান, জামালপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, জামালপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম রুকন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুরের আহ্বায়ক শাহাবুল আকন্দ, সদস্য সচিব শহিদুল ইসলাম তুফান, সাংবাদিক ইউনিয়ন জামালপুরের সভাপতি সুকান্ত চক্রবর্তী, মেলান্দহ প্রেস ক্লাবের সভাপতি আজম খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই, দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি খাদেমুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম হাসু, ই-প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আহসান হাবীব স্বপন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রেহামান বিন শাওন, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি মুক্তাদির হোসেন সেলিম প্রমুখ।
এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধে জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শিপনের স্ত্রী সামছুন্নাহার সুমাইয়া বাদী হয়ে জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে গত ২৪ ডিসেম্বর মেলান্দহ থানায় দ্রুত বিচার আইনে মিথ্যা মামলা করে।
মন্তব্য করুন