মানবতার কল্যাণে সব বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইএইচআরসি বাংলাদেশ চ্যাপ্টার।
শনিবার (১১ জানুয়ারি) সকালে চট্টগ্রামের চকবাজার এলাকায় ভালোবাসার উপহার হিসেবে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন-আইএইচআরসি বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এমএ হাশেম রাজু। প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধে গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও সিডিএ বোর্ড মেম্বার জাহেদুল করিম কচি।
আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক বিপ্লব পার্থের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন সালাম মিঠু, নদী গবেষক ও পরিবেশবিদ প্রফেসর মো. ইদ্রিস আলী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব বাপ্পি দে, মো. ফারুক, সদস্য সাজু দাশ প্রমুখ।
বক্তারা বলেন, মানব প্রেম হচ্ছে সৃষ্টিকর্তার ইবাদতের একটি অংশ। মানবাধিকার সংগঠন হিসেবে মানুষের জন্য কাজ করা অত্যন্ত জরুরি। শীতকালে অনেক মানুষ কষ্ট পায় কাপড়ের অভাবে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছে।
এ উদ্যোগে সারা দেশব্যাপী হবে বলে জানান আয়োজকরা।
মন্তব্য করুন