বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মোবারক হোসাইন বলেছেন, গত ১৫ বছরে মানুষ গণতান্ত্রিক অধিকার পায়নি। মানুষ কাজ করার অধিকার পায়নি। মানুষ চিন্তা করার অধিকার পায়নি। মানুষ তাদের ভোট দিনে দিতে পারেনি, রাতেই ভোট দেওয়া হয়ে যেত।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. মোবারক হোসাইন বলেন, আমরা চাই, আগামী দিনে সকলকে নিয়ে দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র কায়েম করতে। আগামী দিনে যেন মানুষ মন খুলে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমরা সেই পরিবেশ করতে চাই। আমরা চাই, আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হোক। আমরা অন্যায়ের বিরুদ্ধে সর্বদা প্রতিবাদ করব। কেউ অন্যায় করতে আসলে, চাঁদাবাজি করতে আসলে আমরা সবাই মিলে প্রতিরোধ করব।
শিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি বলেন, ইসলাম কোনো ধর্মের প্রতি আঘাত করে না। ইসলাম সকল ধর্মের জন্য শান্তির ধর্ম। এ জন্য আমরা যে যেই ধর্মেরই হই না কেন, দল-মত নির্বিশেষে আমরা যেন একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়তে পারি সেটি আমাদের সকলের প্রত্যাশা।
কর্মী সমাবেশে চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মাওলানা মোবাশ্বেরুল হক ও মোহাম্মদ নজরুল ইসলাম রিপনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি জেনারেল মাওলানা আনিছুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন