চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, আওয়ামী সরকার বিগত ১৬ বছরে রাষ্ট্র কাঠামোগুলোকে ধ্বংস করেছে। এ বিধ্বস্ত বাংলাদেশকে মেরামত করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। রাষ্ট্র মেরামতে আমাদের নেতা তারেক রহমান দুই বছর পূর্বে ৩১ দফা ষোষণা করেছিলেন। এর মধ্যেই রাষ্ট্র সংস্কারের মূল বিষয়গুলো উপস্থাপিত হয়েছে। এ ৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বোয়ালখালী উপজেলায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান বলেন, ‘রাষ্ট্র কাঠামো মেরামতের এই রুপরেখা বাস্তবায়ন হলে দেশ উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে। সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে। বিএনপি ক্ষমতায় এলে জনগণকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে। এসব দফার রূপরেখার মাধ্যমে আমরা রাষ্ট্র সংস্কার ও মেরামত করে একটি সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়তে পারব। সেই সুন্দর সমাজ ও বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে।’
বিএনপির নেতাকর্মীদের সুশৃঙ্খল এবং ধৈর্য্যশীল উল্লেখ্য করে তিনি বলেন, ‘জুলাই অভুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর প্রকৃত চেহারা উন্মোচিত হয়েছে। ক্ষমতার লোভে তারা কতটুকু বিভৎস হতে পারে তা দেশের মানুষ দেখেছে। দেশপ্রেম নয় তারা ক্ষমতার মোহে আচ্ছন্ন ছিল। তাই ক্ষমতার লোভ তাদের ধ্বংসের পথে নিয়ে গেছে। তাদের ১৬ বছরের দুঃশাসন আইয়ামে জাহেলিয়ার যুগকেও হার মানিয়েছে।
তিনি আরও বলেন, ‘বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে তারা দেড় লাখ মামলা দিয়েছে। ২ হাজারের অধিক নেতাকর্মীকে গুম ও খুন করেছে। কোনো কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ৩০০-৪০০ এর অধিক মামলা। কিন্তু এত হামলা-মামলা ও নির্যাতন-নিপীড়ন সত্ত্বেও গণতন্ত্র পুনঃরুদ্ধারের লড়াই থেকে বিএনপির নেতাকর্মীরা একবিন্দু পিছু হঠেনি। তারা ধ্বংসাত্মক কিংবা অনৈতিক কোনো কর্মকান্ডে লিপ্ত হয়নি। নেতাকর্মীদের এ আত্মত্যাাগের একমাত্র লক্ষ্য ছিল দেশকে ফ্যাসিবাদ মুক্ত এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।’
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু। প্রধান বক্তার বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী।
৪নং শাকপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আজম খানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী পেয়ার মোহাম্মদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব হামিদুল হক মান্নান।
মন্তব্য করুন