ফরিদপুরের বোয়ালমারীতে সিঙ্গারা খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাবেক কাউন্সিলর ও সাংবাদিকসহ উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১টার দিকে বোয়ালমারী পৌরসভার গুনবহা তালতলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় পৌরসভার তালতলা বাজারে হোটেল ব্যবসায়ী বিল্লাল মল্লিকের সঙ্গে সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা ফরিদ হোসেন মোল্যার ছেলে মো. রাহুল মোল্যা’র (২৩) সিঙ্গারা খাওয়া নিয়ে কাটাকাটি হয়। এ ঘটনার জেরে বিল্লাল মল্লিকের হোটেলে ভাঙচুর চালায় রাহুল ও তার সহযোগীরা। বিষয়টি জানতে পেরে কাউন্সিলর ফরিদ ক্ষতিপূণ ও সালিশ মিমাংসায় বসার কথা বলে। শনিবার (১১ জানুয়ারি) ডাকা সালিশ বৈঠকে বসার আগেই এ ঘটনাকে কেন্দ্র করে বিলাল মল্লিক ও তার সহযোগীরা অস্ত্রে সজ্জিত হয়ে ফরিদ হোসেনের সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে দুগ্রুপই দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষেরই ২০ জন আহত হয়েছেন। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমে কর্মী সিরাজুল ইসলাম দুর্বৃত্তদের হামলায় আহত হন।
এ বিষয়ে বোয়ালমারী থানার ওসি মো. গোলাম রসুল বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কেউ অভিযোগ করেননি। এমন কিছু পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন