রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০৫:৪৭ এএম
অনলাইন সংস্করণ

সরকারি খাল দখল করে থামছে না ভবন নির্মাণ

রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বোয়ার্ডার বাজারে সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণের চিত্র। ছবি : কালবেলা
রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বোয়ার্ডার বাজারে সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণের চিত্র। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরেরে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বোয়ার্ডার বাজারে সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রশাসন এ কার্যক্রম বন্ধে গত এক বছর প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় দখল থামছে না। আইনকানুনের তোয়াক্কা না করে খাল দখল করে যে যার মতো করে পাকা স্থাপনা নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক প্রভাশালীর বিরুদ্ধে।

সরেজমিন দেখা গেছে, উপজেলার চরপাতা ইউনিয়নের বোয়ার্ডার বাজারের সরকারি খালের একপাশ দখল করে স্থানীয় মাসুদ ও ইউসুফ পাকা ভবনের নির্মাণকাজ করছেন। এই দখলের কারণে খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় চরপাতা, গাছিরহাট ও কেরোয়া গ্রামের কয়েকশ একর জমিতে ইরি ধানের চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

খাল দখলকারী মাসুদ হোসেন বলেন, দোকানঘর তোলার জন্য কাজ শুরু করেছি। এতে আর সমস্যা কী? খাল দখল করে পাকা ভবন নির্মাণ করায় চলতি ইরি-বোরো মৌসুমে বিভিন্ন খালের পানিপ্রবাহ কমে গেছে। এতে চরপাতা ও কেরোয়া এলাকার কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। নির্মাণকারীরা প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতে সাহস পাচ্ছেন না।

স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, চরপাতা, গাছিরহাট, বোয়াডার বাজার ও কেরোয়া গ্রামে এক মাস ধরে সরকারি খাল দখল করে পাকা ও টিনের দোকানঘর নির্মাণ করা হচ্ছে।

বোয়ার্ডার বাজারের একাধিক ব্যবসায়ী জানান, বাজারের কয়েকজন ব্যবসায়ী তাদের কাঠের ঘর ভেঙে সরকারি জায়গায় পাকা ভবন নির্মাণ করছেন। ব্যবসায়ী ইউসুফ বলেন, ‘আমরা আমাদের পুরোনো টিনের ঘর ভেঙে পাকা ভবন নির্মাণ করলেও কোনো ভবনের ছাদ করা হচ্ছে না। শুধু পুরোনো ঘরটি সংস্কার করা হচ্ছে।’

স্থানীয় বাসিন্দা আমিন খান জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি খাল রক্ষা এবং খালে পানি প্রবাহের ব্যবস্থা করতে হবে। উপজেলার পৌরসভার লেংড়াবাজার থেকে বোয়াডার বাজার পর্যন্ত এই খালে ছোট বড় অনেক নৌকা চলাচল করেছে। সরকারি খাল দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় এ খালে চলাচলকারী নৌযানগুলো এখন চলে না।

স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, দখলের খবর পাওয়া মাত্রই দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে সরকারি সম্পত্তি দখল অনেকটাই কমে আসবে। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নির্মাণাধীন ভবন অপসারণের ব্যবস্থা করা হবে। দখলদাররা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল হবেই, আমি দেবতা নই : মোদি

১০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আজকের নামাজের সময়সূচি

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

জালে ধরা পড়ল ২০০ কেজির ‘পাখি মাছ’

গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

দেশের মানুষের মুক্তির সনদ তারেক রহমানের ৩১ দফা : আবু সুফিয়ান

এক দিনও চলেনি ৩০ লাখ টাকার নৌ অ্যাম্বুলেন্স

১০

‘ইত্যাদি’র অনুষ্ঠানে যেভাবে ঝামেলার সূত্রপাত

১১

সিঙ্গারা খাওয়া নিয়ে ফরিদপুরে লঙ্কাকাণ্ড, আহত ২০

১২

সরকারি খাল দখল করে থামছে না ভবন নির্মাণ

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

১৪

দেশের মানুষের চাওয়া বদলে গেছে : উপদেষ্টা ফারুকী

১৫

ছাত্রদল-যুবদল নেতাদের পেটালেন যুবলীগ নেতারা

১৬

রাজনীতিবিদদের হাতে ক্ষমতা অর্পণ করুন : লায়ন ফারুক

১৭

গোপালগঞ্জে বিএনপি-আ.লীগের সংঘর্ষে আহত ৫০

১৮

কোনো কোনো দলের বক্তব্য সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো : আবু হানিফ

১৯

মায়ের জন্য খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান

২০
X