ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নতুন কমিটি গঠনের পর কমিটির নেতাদের স্বাগত জানিয়ে উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের নেতৃত্বে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকেলে মিছিলটি জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অতিক্রম করে মির্জানগর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল শেষে নতুন কমিটির নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তৃতা দেন মোহাম্মদ তমিজ উদ্দিন।
তিনি বলেন, ‘নবগঠিত এই কমিটি ছাত্রদলের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ।’ এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নতুন এই কমিটির মাধ্যমে ঢাকার ছাত্র রাজনীতিতে নতুন গতির সঞ্চার হবে।
মন্তব্য করুন