বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হবে। অনেকই বলবে, আওয়ামী লীগ যা করেছে, বিএনপিও তাই করবে। কিন্তু না, অতীতে জনগণের ভাগ্য নিয়ে অনেক ছিনিমিনি হয়েছে। আমরা বিএনপি আর ওই রাজনীতি চাই না। জনগণের ভাগ্য নিয়ে বিএনপি ছিনিমিনি করবে না।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২ বছর আগেই বলে দিয়েছেন, ৩১ দফার ভিত্তিতেই বিএনপি একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চান। যে রাষ্ট্রে সবার সমান অধিকার থাকবে। এ স্বাধীন রাষ্ট্রের কোনো নাগরিকের অধিকার যেন কেউ হরণ করতে না পারে, এ স্বাধীন দেশকে যেন কেউ পরাজিত করতে না পারে, আর যেন কোনো স্বৈরাচার তৈরি হতে না পারে, সে দায়িত্ব আমাদের নেতা তারেক রহমান নিয়েছেন।
মামুন মাহমুদ বলেন, জুলাই-আগস্টে আমাদের যেসব ভাই বোনেরা প্রাণ দিয়েছে, তাদের একটি আকুতি ছিল। তাদের আকুতি ছিল, একটি সুন্দর বাংলাদেশ।
তিনি বলেন, এ দেশে আর কোনো দরিদ্র থাকবে না। এ দেশে বিনা চিকিৎসায় আর একজন মানুষও মৃত্যুবরণ করবে না। বাংলাদেশে টাকার অভাবে একটি মায়ের সন্তানকেও স্কুল থেকে ফিরে আসতে হবে না। সে রকম একটি দেশ আমরা সবাই দেখতে চাই।
নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফ হোসেনের সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অকিল উদ্দিন ভুঁইয়া, সামছুদ্দিন শেখ, গাজী মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন, সদস্য মাসুদুর রহমান মাসুদ, নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আফজাল হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান, ২নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সিফাতুর রহমান রাজু, সহসধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান ও ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল রহমান ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ রুবেল প্রমুখ।
মন্তব্য করুন